দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আবার ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়কের শপথের দিনক্ষণ চূড়ান্ত করল রাজভবন। ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের কাছে আবার পৌঁছল চিঠি রাজভবন থেকে। সূত্রের খবর, আজ বৃহস্পতিবার দুপুরে নির্মলচন্দ্র রায়ের বাড়িতে রাজভবনের পক্ষ থেকে শপথগ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। টানাপোড়েন চলার মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে, সেপ্টেম্বর মাসে কি নির্মলচন্দ্র রায় বিধায়ক হিসেবে শপথ নিতে পারবেন? সেখানে রাজভবন থেকে যে চিঠি গিয়েছে তাতে মনে করা হচ্ছে সেটা সম্ভব হবে।
ঠিক কী বলা হয়েছে চিঠিতে? রাজভবন থেকে আজ যে চিঠি গিয়েছে তাতে তাঁকে রাজভবনে এসেই শপথ নিতে বলা হয়েছে। আর তা নিয়ে এখন বিস্তর জলঘোলা হতে শুরু করেছে। কারণ রাজ্যপাল শুধু মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের রাজভবনে শপথবাক্য পাঠ করিয়ে থাকেন। অন্যান্য বিধায়কদের ক্ষেত্রে বিধানসভায় গিয়ে শপথবাক্য পাঠ করিয়ে থাকেন। আবার বিধানসভার অধ্যক্ষ বা উপাধ্যক্ষকে দায়িত্ব দিলে তাঁরা এই কাজ করে থাকেন। সেখানে ধূপগুড়ির বিধায়ককে রাজভবনে ডাকা নিয়ে জোর চর্চা শুরু হবে। আজই ধূপগুড়িতে চিঠি পৌঁছে গিয়েছে রাজ্যপালের। বিধায়ক বাড়িতে না থাকায় ওই চিঠি বিধায়কের হয়ে ‘রিসিভ’ করা হয়েছে। তাঁর সঙ্গে এই নিয়ে পরিষদীয় দলের কথা হয়। পরিষদীয় দল নির্মলচন্দ্র রায়কে কলকাতায় চলে আসার নির্দেশ দেয়। আর শুক্রবার বিধায়ক নির্মলচন্দ্র রায় কলকাতা আসছেন বলে সূত্রের খবর।
ঠিক কবে হবে শপথগ্রহণ? সেপ্টেম্বর মাসে বিধায়কের শপথ হবে না বলেই জানা যাচ্ছিল। কিন্তু অন্য একটি চাপ তৈরি হতেই পরে সেই সিদ্ধান্তে বদল আনা হয় বলে সূত্রের খবর। এবার আগামী ৩০ সেপ্টেম্বর, শনিবার তফসিলি বিধায়কের শপথগ্রহণ হবে সেটা উল্লেখ করে ধূপগুড়ির বিধায়কের কাছে আজ, বৃহস্পতিবার পৌঁছল চিঠি। আজ, বৃহস্পতিবার সরকারি ছুটি। শুক্রবার শপথ হবে বলে রাজভবন জানায়নি। আর তারপর সরকারি ছুটি শনিবার ও রবিবার। আবার সোমবার, ২ অক্টোবর গান্ধীজয়ন্তী। সুতরাং সরকারি ছুটি শনিবার শপথ হবে বলে চিঠি সূত্রে খবর। এটা বিধানসভা বা রাজ্য সরকারকে এড়িয়ে একতরফা সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ভিন রাজ্যের মহিলা শ্রমিকের মৃত্যু বাংলায়, তেতে উঠল সোনারপুরের কারখানা চত্বর
আর কী জানা যাচ্ছে? আজ, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ সব অঙ্ক বদলে গেল। আর তার পরই ৩০ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার শপথের নতুন দিন স্থির করে রাজভবন একতরফা চিঠি পৌঁছয়ে দিল ধূপগুড়িতে। সুতরাং পরিষদীয় দলের নির্দেশে আগামীকাল শুক্রবারই কলকাতায় আসছেন নির্মলচন্দ্র রায়। শনিবার রাজভবনে তাঁর শপথ হওয়ার কথা। তবে তাতে কোনও আপত্তি করেনি পরিষদীয় দল। আসলে এই শপথগ্রহণে ইতি টানতেই আর কোনও উচ্চবাচ্য করা হয়নি। কিন্তু আগে আপত্তি ছিল রাজভবনে শপথ নিয়ে। এবার সেই রাজভবনেই শপথের সিদ্ধান্ত মেনে নেওয়া হল।