বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সেপ্টেম্বর মাসে হচ্ছে না তফসিলি বিধায়কের শপথ, নতুন ভাবনা শুরু রাজভবনের

সেপ্টেম্বর মাসে হচ্ছে না তফসিলি বিধায়কের শপথ, নতুন ভাবনা শুরু রাজভবনের

সিভি আনন্দ বোস-নির্মলচন্দ্র রায়

স্পিকার-ডেপুটি স্পিকারের পরিবর্তে একটি তৃতীয় ব্যক্তির কথা ভাবা হয়েছে। তাঁর নাম প্রকাশ্যে না এলেও বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যপাল নিজে এই শপথ না করিয়ে তৃতীয় একজনকে সামনে আনতে চাইছেন। যাতে পরবর্তীকালে তাঁকে দিয়েই এমন পরিস্থিতি সামলানো যায়। বিধানসভার অধ্যক্ষ কতটা মানবেন প্রশ্ন থেকে যাচ্ছে।

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হয় ৮ সেপ্টেম্বর। কিন্তু এখনও পর্যন্ত হল না শপথগ্রহণ। বরং তা নিয়ে চলছে টানাপোড়েন। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, সেপ্টেম্বর মাসে কি নির্মলচন্দ্র রায় বিধায়ক হিসেবে শপথ নিতে পারবেন?‌ এখনও পর্যন্ত রাজভবনের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানের ছাড়পত্র আসেনি। আজ, বৃহস্পতিবার সরকারি ছুটি। শুক্রবার শপথ হবে বলে রাজভবন জানায়নি। আর তারপর সরকারি ছুটি শনিবার ও রবিবার। আবার সোমবার, ২ অক্টোবর গান্ধীজয়ন্তী। সুতরাং তার পরই হতে পারে তফসিলি বিধায়কের শপথ বলে মনে করা হচ্ছে। সুতরাং যা হবে অক্টোবর মাসে বলেই খবর।

এদিকে বিধানসভার স্পিকার ও ডেপুটি স্পিকারকে এড়িয়ে ‘তৃতীয়’ কোনও ব্যক্তিকে মনোনীত করার ভাবনা রাজভবনের রয়েছে বলে সূত্রের খবর। আর তাতে এই রাজ্যে পরিষদীয় রাজনীতিতে প্রবীণ এক বিধায়কের কথাও শোনা যাচ্ছে। তবে তিনি কে?‌ সেটা এখনও কেউ খোলসা করেননি। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, এই বিষয়ে রাজ্যপালের পক্ষ থেকে নতুন করে কিছু জানানো হয়নি। এই আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে শপথ অনুষ্ঠান করতে চান বলে চিঠি দিয়েছিলেন। কিন্তু পাল্টা চিঠি দিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজভবনে নয়, শপথ অনুষ্ঠান হোক বিধানসভায়। আবার রাজ্যপাল পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, শপথগ্রহণের বিষয়ে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে।

অন্যদিকে রাজভবন–নবান্নের মধ্যে দফায় দফায় চিঠি চালাচালি হয়েছে। তারপরই রাজভবন তৃতীয় কাউকে মনোনীত করার কথা ভাবছে। রাজ্যপাল তৃতীয় কাউকে মনোনীত করতেই পারেন। সেই অধিকার তাঁকে সংবিধান দিয়েছে। সূত্রের খবর, শপথ গ্রহণের দায়িত্ব পালনের জন্য স্পিকার এবং ডেপুটি স্পিকারের পরিবর্তে একটি তৃতীয় ব্যক্তির কথা ভাবা হয়েছে। তাঁর নাম প্রকাশ্যে না এলেও এই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কেন হঠাৎ এমন ভাবনা?‌ রাজ্যপাল নিজে এই শপথ না করিয়ে তৃতীয় একজনকে সামনে আনতে চাইছেন। যাতে পরবর্তীকালে তাঁকে দিয়েই এমন পরিস্থিতি সামলানো যায়। এটা বিধানসভার অধ্যক্ষ কতটা মানবেন সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন:‌ স্পেশাল ট্রেনের আবেদন করল তৃণমূল কংগ্রেস, নয়াদিল্লিতে আন্দোলনের পথে শীর্ষ নেতারা

আর কী জানা যাচ্ছে?‌ যদি প্রবীণ ব্যক্তি, বিধানসভার কাজে অভিজ্ঞ এমন ধরা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আবদুল করিম চৌধুরীর নামই উঠে আসে। যার সঙ্গে দলের সম্পর্ক একটু চিড় খেয়েছে। এটা অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো বিষয়। রাজ্য বিধানসভায় সব থেকে পুরনো এই বিধায়ককেই বিজয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ করার দায়িত্ব দেওয়া হতে পারে। রাজ্যপাল সেই দায়িত্ব দিয়ে সবাইকে চমকে দিতে পারেন। তবে চোপড়ার বিধায়ক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এমন কোনও বার্তা আসেনি। আর শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‌আমরা চাই শপথ অনুষ্ঠান দ্রুত হোক। কিন্তু রাজ্যপাল যদি মনে করেন তাঁর হাতেই সব ক্ষমতা, সেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়।’‌ আগামী ৬ অক্টোবর গুরুত্বপূর্ণ বৈঠকে ডেকেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বাংলার মুখ খবর

Latest News

সেসময় কেউ পাশে ছিল না, ক্যানসার শুনেই সকলে পালিয়েছিল, তখন আমি ভীষণ একা: মণীষা ‘মাদারিং ডে’ থেকেই কি এসেছিল আজকের মাদার্স ডে? ইতিহাসের পাতায় লেখা অভিনব কাহিনি সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল ‘কিছু না দেখে ওড়িশার সব জেলা আর তার সদরের নাম বলুন’,পট্টনায়ককে চ্যালেঞ্জ মোদীর শুধু মায়ের জন্য একটি দিন, রইল মাতৃ দিবসের সুন্দর কিছু শুভেচ্ছাবার্তা ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল রবিতে ১৩ জেলায় ঝড় উঠবে ৫০ কিমিতে, সোমেও চলবে বৃষ্টি, তারপর গরম বাড়বে ৪ ডিগ্রি! ৭ দলের ধরাছোঁয়ার বাইরে KKR, আর কাদের প্লে-অফের সম্ভাবনা বেশি, ইঙ্গিত লিগ টেবিলেই ইডেনে মুম্বইয়ের থেকে জয় ছিনিয়ে IPL 2024-এর প্লে-অফের টিকিট হাতে পেল কলকাতা চিনতে পারেননি শিল্পা, কেকেআরের শেষ ম্যাচে ঋতুপর্ণার সঙ্গে সেলফি সুহানা-অনন্যাদের

Latest IPL News

ইডেনে মুম্বইয়ের থেকে জয় ছিনিয়ে IPL 2024-এর প্লে-অফের টিকিট হাতে পেল কলকাতা চিনতে পারেননি শিল্পা, কেকেআরের শেষ ম্যাচে ঋতুপর্ণার সঙ্গে সেলফি সুহানা-অনন্যাদের ১৩ বছর হয়ে পরেও বেতন দেয়নি কোচি টাস্কার্স, বিস্ফোরক ভারতের বিশ্বকাপজয়ী তারকা IPL 2024: প্লে-অফের টিকিট পাবে গুজরাট টাইটানস, আত্মবিশ্বাসী অধিনায়ক শুভমন গিল ইডেনে বুমরাহর অফ-স্টাম্পের ঠিকানা লেখা ইয়র্কার ছেড়ে দিয়ে বোল্ড নারিন- ভিডিয়ো প্লে-অফের দরজায় দাঁড়িয়ে গতবারের অধিনায়ককে ফেরাল KKR, ভালো খেলেও বাদ তরুণ তুর্কি KKR-র ড্রেসিংরুমে ঢুকে আড্ডা রোহিতের! নেটপাড়া বলল '২০২৫-র স্ট্র্যাটেজি বানালেন' শিরে সংক্রান্তি অবস্থা, মিরাকলের আশায় আনকোরা পেসারকে দলে নিল গুজরাট টাইটানস RCB ম্যাচে পন্ত নেই, কে নেতৃত্ব দেবেন? তারকা অলরাউন্ডারের নাম ঘোষণা করলেন পন্টিং বৃষ্টিতে সাদা পলিথিনের ঘোমটায় ঢাকা ইডেন, ম্যাচ ভেস্তে গেলে লাভ KKR-র, জানুন কারণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.