বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mohammed Shami Case in HC: IPL-এর আগে গ্রেফতার হবেন মহম্মদ শামি? হাসিনের দায়ের করা মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

Mohammed Shami Case in HC: IPL-এর আগে গ্রেফতার হবেন মহম্মদ শামি? হাসিনের দায়ের করা মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

মহম্মদ শামি।  (PTI)

২০১৮ সালে হাসিন জাহান যাদবপুর থানায় শামির নামে অভিযোগ দায়ের করেছিলেন। হাসিনের অভিযোগ ছিল, পাকিস্তানি মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে শামির। এমনকী স্ত্রী হিসেবে হাসিনকে তাঁর প্রাপ্য সম্পত্তি থেকেও বঞ্চিত করেছেন তিনি। এছাড়া শামির বিরুদ্ধে বিরুদ্ধে বধূ নির্যাতন, মারধর, হুমকি, খুনের চেষ্টা ও ধর্ষণের অভিযোগও জানান হাসিন।

কলকাতা হাই কোর্টে বড় স্বস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি। স্ত্রী হাসিন জাহানের দায়ের করা মামলা খারিজ হল উচ্চ আদালতে। এই আবহে শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ বহাল থাকল। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে ২০১৮ সালে বধূনির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সেই মামলায় নিম্ন আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল মহম্মদ শামির বিরুদ্ধে। পরবর্তীতে আলিপুর দায়রা আদালত সেই গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ দিয়েছিল। সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শামির স্ত্রী হাসিন জাহান। তবে হাসিনের সেই আবেদন খারিজ করে দিল কলকাতার উচ্চ আদালত। এই আবহে শামির গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ বহাল থাকল। অর্থাৎ, এখনই গ্রেফতার করা যাবে না ভারতীয় ক্রিকেটারকে। (আরও পড়ুন: বন্দে ভারতের দৌলতে ভারতের মুকুটে নয়া পালক, বিশ্বে এই প্রথম চালু 'হাইরাইজ' ট্রেন)

এর আগে ২০১৮ সালে হাসিন জাহান যাদবপুর থানায় শামির নামে অভিযোগ দায়ের করেছিলেন। হাসিনের অভিযোগ ছিল, পাকিস্তানি মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে শামির। এমনকী স্ত্রী হিসেবে হাসিনকে তাঁর প্রাপ্য সম্পত্তি থেকেও বঞ্চিত করেছেন তিনি। এছাড়া শামির বিরুদ্ধে বিরুদ্ধে বধূ নির্যাতন, মারধর, হুমকি, খুনের চেষ্টা ও ধর্ষণের অভিযোগও জানান হাসিন। শামির স্ত্রী আরও অভিযোগ করেন, শামির দাদার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করার জন্যেও তাঁকে জোর করা হয়েছিল। সেই মামলায় আলিপুর আদালতে হাজির হননি জাতীয় দলের পেসার। জামিনও নেননি। এই আবহে পুলিশ চার্জশিটে তাঁকে পলাতক বলে দেখানো হয়।

এরপর ২০১৯ সালের সেপ্টেম্বরে আলিপুর আদালত শামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু পালটা চ্যালেঞ্জ করে শামি রিভিশন ফাইল করেন দায়রা বিচারক আদালতে। দায়রা বিচারক আদালত মামলার তদন্তের উপর পুরোপুরি স্থগিতাদেশ দিয়ে দেন। দায়রা আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে সম্প্রতি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহান। পরে মহম্মদ শামি ও তাঁর ভাইকে নোটিশ পাঠানোর নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আলিপুর আদালতে বিচারাধীন মামলার সমস্ত রেকর্ড হাই কোর্টে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। তবে সেই সব নথি দেখে এবং সওয়াল জবাব শুনে দায়রা আদালতের নির্দেশই বহাল রাখল হাই কোর্ট।

বন্ধ করুন