বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর ভাবনা চলছে’‌, ধনখড়ের উদ্দেশ্যে তোপ ব্রাত্যর

‘‌রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর ভাবনা চলছে’‌, ধনখড়ের উদ্দেশ্যে তোপ ব্রাত্যর

ব্রাত্য বসু। ফাইল ছবি

সরাসরি রাজ্যের শিক্ষাক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড় বলে অভিযোগ করেন তিনি।

প্রথম তারিখটি ছিল ২০ ডিসেম্বর। দ্বিতীয় তারিখটি ছিল ২৩ ডিসেম্বর। এই দুটি তারিখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও উপাচার্যদের ডেকে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর ডাকে কেউ সাড়া দেননি। ফলে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে টুইট করেন। সেখানে লেখেন, ‘‌ভয়ঙ্কর ইউনিয়নবাজি’‌। এবার এই রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সরাসরি রাজ্যের শিক্ষাক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড় বলে অভিযোগ করেন তিনি। এমনকী আচার্য পদ থেকে তাঁকে সরানোর বিষয়েও সোচ্চার হন রাজ্যের শিক্ষামন্ত্রী। সুতরাং রাজ্যপাল বনাম শিক্ষামন্ত্রী সংঘাত লেগে গেল বলে মনে করা হচ্ছে। কারণ রাজ্যপাল টুইটে লিখেছিলেন, রাজ্য সরকারের ভয়ে আপনারা আসতে পারছেন না। এটাই বিবাদের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।

ঠিক কী বলেছেন শিক্ষামন্ত্রী?‌ আজ শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‌নির্দিষ্ট সময়ের জন্য চ্যান্সেলর পদ থেকে তাঁকে সরানোর ভাবনাচিন্তা করা হচ্ছে। সেই পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর ভাবনা রয়েছে। তাই খতিয়ে দেখা হচ্ছে সাংবিধানিক ও আইনি দিক। যদি দিনের পর দিন এভাবে ফাইল ফেলে আটকে রাখেন, বিন্দুমাত্র সহযোগিতার মনোভাব না দেখান, তাহলে কেরলের রাজ্যপাল যেটা বলেছেন, অন্তবর্তী সময়ের জন্য চ্যান্সেলর পদে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে পারি কি না, সেটা খতিয়ে দেখব। ওঁর পদের যে কাজ, সেটা উনি ভুলে যাচ্ছেন। অতীতে কোনও রাজ্যপালের সময় এরকম হয়নি। কেরলের রাজ্যপাল কিছুদিন আগে এরকম কথাই বলেছেন। আমরা তাঁর কথার পুনরাবৃত্তি করছি মাত্র। কোনও রাজ্যপাল যখন তাঁর রাজ্যের ক্ষেত্রে এই কথা বলছেন, তখন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সব রাজ্যেই সেটা হতে পারে।’‌ এই মন্তব্য করার পর থেকেই জোর আলোড়ন শুরু হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। যদিও এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি রাজ্যপাল জগদীপ ধনখড়।

রাজ্যপাল টুইটে কী লিখেছিলেন?‌ ট্যুইটে জগদীপ ধনখড় লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষা ব্যবস্থার ছবিটা ভয়াবহ। রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনও আচার্য এবং উপাচার্য রাজ্যপালের সঙ্গে বৈঠকে এলেন না। শিক্ষাক্ষেত্রে চরম দলবাজি চলছে।’‌ এই মন্তব্যের জেরেই ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকী রাজ্যপাল ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দিয়ে তদন্ত করাবেন বলেছেন। যা ষিক্ষাক্ষেত্রে বাধাদান বলে মনে করছেন ব্রাত্য বসু।

বাংলার মুখ খবর

Latest News

'মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে' বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের 'আই লাভ ইউ!' ইলন মাস্কের ডিপফেক ভিডিয়ো কল মহিলাকে, হাওয়া হয়ে গেল ৪০ লাখ কেমন কাটবে আগামিকাল? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন ২৭ এপ্রিলের রাশিফল শাহজাহানের ডেরায় সিবিআই তল্লাশিতে পাওয়া গেল পুলিশের রিভলভার ও বিদেশি পিস্তল জন্মদিনে মেয়ের সামনেই শোভনকে চুমু, প্রণামও করলেন বৈশাখী বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং আবারও একসঙ্গে ফিরছেন CID-র দয়া ও অভিজিৎ, জানুন কবে, কখন এবং কোথায়? IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের জ্ঞানবাপী সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন, সেই বিচারপতির কাছেই বিদেশ থেকে হুমকি ফোন!

Latest IPL News

বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.