বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মমতার কারণেই বক্সারের 'স্টেটাস' অক্ষুণ্ণ,তাই ২৩ বছর পর দেখা গিয়েছে বাঘ:বনমন্ত্রী

মমতার কারণেই বক্সারের 'স্টেটাস' অক্ষুণ্ণ,তাই ২৩ বছর পর দেখা গিয়েছে বাঘ:বনমন্ত্রী

বিধাননগরে সাংবাদিক সম্মেলনে জ্যোতিপ্রিয় মল্লিক। ফাইল ছবি হিন্দুস্তান টাইমস

তাঁর আরও সংযোজন, 'মুখ্যমন্ত্রী বন্যপ্রাণীর সুরক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। '

'বক্সার জঙ্গল স্টেটাস হারায়নি। আগে এই জঙ্গলের যা স্টেটাস ছিল এখনও তাই আছে।' বক্সার জঙ্গলে বাঘের দেখা মিলতেই এমন মন্তব্য করতে শোনা গেল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে । তাঁর আরও সংযোজন,' মুখ্যমন্ত্রী বন্যপ্রাণীর সুরক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। সেই কারণে বক্সারের স্টেটাস এখনও অক্ষুণ্ণ রয়েছে।'

এর আগে বক্সার জঙ্গলে ১৯৯৮ সালে দেখা মিলেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের। শনিবার ট্র্যাপ ক্যামেরায় প্রায় ২৩ বছর পর বাঘের ছবি দেখা গিয়েছে বক্সারের জঙ্গলে। তা নিয়ে যথেষ্ট উৎফুল্ল রাজ্যের মন্ত্রী। রবিবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী বলেন, 'বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে অনেকেই তৃণমূল সরকারের সমালোচনা করেছে। কিন্তু, এই সমালোচনা যে একেবারেই কাম্য নয়, তা বক্সার জঙ্গলে প্রমাণ করেছে।' একইসঙ্গে কোনও বন্যপ্রাণীকে যাতে মারা না হয়, সে বিষয়েও কড়া নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

বক্সার জঙ্গলে বাঘের দেখা মেলায় আপাতত ১০ দিনের জন্য সেখানে জঙ্গল সাফারি বন্ধ করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, 'পর্যটকদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' তিনি জানিয়েছেন,'বক্সার জঙ্গলে যে বাঘ দেখা গিয়েছে, সেটি হল রয়েল বেঙ্গল টাইগার।' একইসঙ্গে, বাঘের অবস্থান জানার জন্য সেখানে ইতিমধ্যেই একটি দল পাঠানো হয়েছে। রাজ্যে বাঘের সংখ্যা জানার জন্য ইতিমধ্যেই ব্যাঘ্রশুমারি শুরু হয়ে গিযেছে বলেও মন্ত্রী জানিয়েছেন।

পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তার জন্যও ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'স্থানীয় বস্তিবাসীদের নিরাপত্তার জন্য সেখানে নেট (জাল) দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে জঙ্গল।'

বন্ধ করুন