বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে বসছে অত্যাধুনিক নজর ক্যামেরা, কেন হঠাৎ এমন উদ্যোগ?

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে বসছে অত্যাধুনিক নজর ক্যামেরা, কেন হঠাৎ এমন উদ্যোগ?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তবে মানুষ সেখান দিয়ে বিশেষ যাতায়াত করেন না। এই গলিপথ এতদিন নজরদারির বাইরে ছিল। গতবছর হাতে লোহার রড নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে রাতভর বসেছিল এক যুবক। সারারাত লুকিয়ে থাকলেও সকালে তাকে গ্রেফতার করা হয়। তখনই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।

এবার নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়তে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। আর তাই দিল্লি–মুম্বইয়ের নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া এলাকার পরে এমন নজরদার ক্যামেরা বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। রাজ্যে এমন বন্দোবস্ত এই প্রথম। মুখ্যমন্ত্রীর বাসভবনকে কেন্দ্র করে পুরো এলাকায় ওই ক্যামেরাযুক্ত পিআইডিএস বা ‘পেরিমিটার ইনট্রুশন ডিটেকশন সিস্টেম’ বসাচ্ছে পুলিশ। এই ব্যবস্থাপনায় ৩০টি অত্যাধুনিক ক্যামেরা সদাজাগ্রত থাকবে নিরাপত্তার বেষ্টনীতে।

কেন এমন উদ্যোগ নেওয়া হচ্ছে?‌ কালীঘাটের যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, সেখানে অনেকগুলি গলি রয়েছে। তবে মানুষ সেখান দিয়ে বিশেষ যাতায়াত করেন না। এই গলিপথ এতদিন নজরদারির বাইরে ছিল। গতবছর হাতে লোহার রড নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে রাতভর বসেছিল এক যুবক। সারারাত লুকিয়ে থাকলেও সকালে তাকে গ্রেফতার করা হয়। তখনই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কেন ওই যুবক সেখানে এসেছিল?‌ আজও তা জানা যায়নি। তবে নজরদারির অভাব থেকেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

কেমন ক্যামেরা বসানো হবে?‌ নবান্ন সূত্রে খবর, পিআইডিএস ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই ক্যামেরাকে বলে ‘পেরিমিটার ইনট্রুশন ডিটেকশন সিস্টেম’। নয়াদিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো শহরের নিরাপত্তায় মোড়া থাকে পিআইডিএস ক্যামেরা। এখানে একটি ক্যামেরা ও সেন্সর লাগানো ডিভাইস বা বৈদ্যুতিন যন্ত্র থাকে। সেই সেন্সরের আওতায় কেউ ঢুকলেই ওই সিস্টেমের সঙ্গে যুক্ত কন্ট্রোল রুমে সতর্ক বার্তা পৌঁছে যায়। এখানেও সেটাই করা হচ্চে।

ঠিক কী তথ্য আছে পুলিশের কাছে?‌ রাজ্য পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টরেট অফ সিকিউরিটি এবং কলকাতা পুলিশ যৌথভাবে প্রায় ৫৬ লক্ষ টাকা খরচ করে এই নিরাপত্তা প্রযুক্তি বসাতে চাইছে। সেখানে থাকবে একটি মনিটরিং রুম। কেউ এই ক্যামেরার নজরদারি এড়াতে পারবে না। মানুষের চোখ এড়িয়ে গেলেও ধরা পড়ে যাবে যন্ত্রের চোখে। পিআইডিএস ব্যবস্থা করা হয় একটি সামগ্রিক নিরাপত্তার অংশ হিসেবে। এই যন্ত্রের আওতার এলাকায় কেউ ঢুকলে তার অন্তর্গত সেন্সর সক্রিয় হয়ে ওঠে এবং সকলকে সজাগ করে। তাই নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup