ফের রাজ্যে ভরা কোটালের সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। এর ফলে গঙ্গায় জলস্তর বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে আবহাওয়া দফতর থেকে এও জানানো হয়েছে, এদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে কলকাতার রাস্তায় খুব বেশি জল জমার কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন দুপুর ১টা ৪৫ মিনিটে গঙ্গার জলস্তর বাড়তে পারে। গঙ্গার জলস্তর ১৮ ফুট ছাড়াতে পারে। জানা যায়, জল জমার সম্ভাবনা কমাতে লকগেটগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর ১টা থেকে ৩টে ৪৫ মিনিট পর্যন্ত লকগেটগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই ভরা কোটাল নিয়ে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্ক করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনকেও সবরকমের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভরা কোটালের ব্যাপারে জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। ভরা কোটাল নিয়ে সতর্কবার্তা দেওয়া হলেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে। বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। কলকাতাতেও এদিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, পঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ভরা কোটালকে ঘিরে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বাড়তি সতর্কতা বজায় থাকছেই। কিছুদিন আগেই এই ভরা কোটালের প্রভাব ও সেই সঙ্গে প্রবল বৃষ্টিপাতের ফলে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে।