আজ, বুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির জনসভা শুরু হয়েছে। এখানে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তা নিয়ে এখন উত্তেজিত বিজেপি কর্মী–সমর্থকরা। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে বিজেপির কর্মী–সমর্থকরা এসে পড়েছেন। কলকাতায় প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার কলকাতায় আসার আগে বিজেপির কর্মী–সমর্থকদের উদ্দেশে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন অমিত শাহ। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট নিয়ে এখন সরগরম রাজ্য–রাজনীতি।
এদিকে শুধু বিজেপির সভাতেই যোগ দিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সভায় বক্তব্য রেখে আবার বিকেলে তিনি ফিরে যাবেন। সফরসূচি অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নয়াদিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের জন্য। দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন। তারপর সেখান থেকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে রেসকোর্স ময়দানে আসবেন দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ। তারপর সড়কপথে ধর্মতলার জনসভায় দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ পৌঁছবেন শাহ। ১টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত ধর্মতলার সভায় থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে দুপুর ৩টা ২০ মিনিট নাগাদ রেসকোর্স ময়দান থেকে হেলিকপ্টারে করে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই শাহের উদ্দেশে ৫১ হাজার চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্র–যুব সংগঠন। আবার প্রতিবাদ হিসাবে আজ তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক কালো পোশাকে পৌঁছে গিয়েছেন বিধানসভায়। এছাড়া চিঠিতে লেখা হয়েছে, ১০০ দিনের কাজের বকেয়া টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা আটকে রাখা এবং বাংলাকে বঞ্চনার কথাও।
আরও পড়ুন: বাংলার তিন শ্রমিকই উদ্ধার হয়েছেন, পরিবারের সঙ্গে ফোনে কথা, অশ্রুকণায় ভিজল মাটি
তবে কলকাতায় পা রাখার আগে একটা বিস্ফোরক টুইট করেছেন অমিত শাহ। যেখানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পরাজিত করার কথা উল্লেখ করা হয়েছে। অমিত শাহ লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি এখন বাংলার মানুষের প্রথম পছন্দের রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিজেপির জয় এবং মমতা দিদির তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত। আজ কলকাতায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখার দিকেই এখন তাকিয়ে আছি।’ সুতরাং এখানে এসে নানা কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যার জবাব দিতে তৈরি তৃণমূল কংগ্রেসও।