নয়া সপ্তাহেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে চলেছে। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে ইস্ট-ওয়েস্ট করিডরের (গ্রিন লাইন) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে মেট্রোয় চড়তে পারবেন সাধারণ যাত্রীরা। আগামী শুক্রবার (১৫ মার্চ) থেকে শুরু হবে সেই পরিষেবা। যাত্রীরা গঙ্গার তলা দিয়ে মেট্রোয় যাতায়াত করতে পারবেন। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে সর্বনিম্ন ভাড়া পড়বে পাঁচ টাকা। আর সর্বোচ্চ ভাড়া ২০ টাকা লাগবে।
শুধু তাই নয়, ইস্ট-ওয়েস্ট করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের (অরেঞ্জ লাইন) এবং নর্থ-সাউথ মেট্রো করিডরের (ব্লু লাইন) বিভিন্ন স্টেশনে যেতে পারবেন যাত্রীরা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একটি টোকেন বা স্মার্টকার্ড পাঞ্চ করেই ইস্ট-ওয়েস্ট করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরে এবং নর্থ-সাউথ মেট্রো করিডরের বিভিন্ন স্টেশনে যেতে পারবেন যাত্রীরা। অর্থাৎ আপাতত আপনার কাছে যে স্মার্টকার্ড আছে, সেটা দিয়েই যাতায়াত করতে পারবেন। একটা স্মার্টকার্ড দিয়ে সব জায়গায় যেতে পারবেন।
দক্ষিণেশ্বর থেকে হাওড়া ময়দান এবং রুবি থেকে হাওড়া ময়দান পর্যন্ত বিভিন্ন স্টেশনের ভাড়া
১) দক্ষিণেশ্বর বা নোয়াপাড়া পর্যন্ত যে কোনও স্টেশন থেকে হাওড়া ময়দান: ৩০ টাকা।
২) দমদম বা শ্যামবাজার পর্যন্ত যে কোনও স্টেশন থেকে হাওড়া ময়দান: ২৫ টাকা।
৩) কালীঘাট বা নেতাজি পর্যন্ত যে কোনও স্টেশন থেকে হাওড়া ময়দান: ২৫ টাকা।
৪) মাস্টারদা সূর্য সেন বা কবি সুভাষ পর্যন্ত যে কোনও স্টেশন থেকে হাওড়া ময়দান: ৩০ টাকা।
৫) সত্যজিৎ রায় থেকে হাওড়া ময়দান: ৩৫ টাকা।
৬) জ্যোতিরিন্দ্র নন্দী এবং কবি সুকান্ত থেকে হাওড়া ময়দান: ৪০ টাকা।
৭) হেমন্ত মুখোপাধ্যায় থেকে হেমন্ত মুখোপাধ্যায়: ৫০ টাকা।