আগামী শুক্রবার থেকে কলকাতা মেট্রোর তিনটি লাইনের নয়া অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে চলেছে। আর তার ফলে যাত্রীরা একই টিকিটে দক্ষিণেশ্বর থেকে রুবিতে চলে আসতে পারবেন। প্রথমে মেট্রো ধরে নর্থ-সাউথ করিডরের (ব্লু লাইন) কবি সুভাষ স্টেশনে পৌঁছাতে হবে। সেখান থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) স্টেশনে চলে আসতে পারবেন। আবার একইভাবে হাওড়া ময়দান থেকে যাত্রীরা সোজা পৌঁছাতে পারবেন রুবিতে। সেজন্য হাওড়া থেকে ইস্ট-ওয়েস্ট করিডরের (গ্রিন লাইন) মেট্রো ধরতে হবে। নামতে হবে এসপ্ল্যানেডে। তারপর নর্থ-সাউথ করিডরের মেট্রো ধরে কবি সুভাষে নেমে ফের রুবির মেট্রো ধরতে হবে যাত্রীদের। সবমিলিয়ে রুবি থেকে ৩২টি মেট্রো স্টেশনে যেতে পারবেন।
রুবি থেকে কলকাতা মেট্রোর কোন স্টেশনে যেতে কত ভাড়া লাগবে?
১) হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুকান্ত: ৫ টাকা।
২) হেমন্ত মুখোপাধ্যায় থেকে জ্যোতিরিন্দ্র নন্দী: ১০ টাকা।
৩) হেমন্ত মুখোপাধ্যায় থেকে সত্যজিৎ রায়: ১০ টাকা।
৪) হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া এলাকার জন্য): ২০ টাকা।
৫) হেমন্ত মুখোপাধ্যায় থেকে শহিদ ক্ষুদিরাম (ব্রিজি এলাকার জন্য): ২৫ টাকা।
৬) হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি নজরুল (গড়িয়া বাজার এলাকার জন্য): ৩০ টাকা।
৭) হেমন্ত মুখোপাধ্যায় থেকে গীতাঞ্জলি (নাকতলা এলাকার জন্য): ৩০ টাকা।
৮) হেমন্ত মুখোপাধ্যায় থেকে মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী এলাকার জন্য): ৩৫ টাকা।
৯) হেমন্ত মুখোপাধ্যায় থেকে নেতাজি (কুঁদঘাট এলাকার জন্য): ৩৫ টাকা।
১০) হেমন্ত মুখোপাধ্যায় থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ এলাকার জন্য): ৩৫ টাকা।
১১) হেমন্ত মুখোপাধ্যায় থেকে রবীন্দ্র সরোবর: ৪০ টাকা।
১২) হেমন্ত মুখোপাধ্যায় থেকে কালীঘাট: ৪০ টাকা।
১৩) হেমন্ত মুখোপাধ্যায় থেকে যতীন দাস পার্ক: ৪০ টাকা।
১৪) হেমন্ত মুখোপাধ্যায় থেকে নেতাজি ভবন: ৪০ টাকা।
১৫) হেমন্ত মুখোপাধ্যায় থেকে রবীন্দ্র সদন: ৪০ টাকা।
১৬) হেমন্ত মুখোপাধ্যায় থেকে ময়দান: ৪০ টাকা।
১৭) হেমন্ত মুখোপাধ্যায় থেকে পার্কস্ট্রিট: ৪০ টাকা।
১৮) হেমন্ত মুখোপাধ্যায় থেকে এসপ্ল্যানেড: ৪০ টাকা।
১৯) হেমন্ত মুখোপাধ্যায় থেকে চাঁদনি চক: ৪০ টাকা।
২০) হেমন্ত মুখোপাধ্যায় থেকে সেন্ট্রাল: ৪০ টাকা।
২১) হেমন্ত মুখোপাধ্যায় থেকে মহাত্মা গান্ধী রোড: ৪০ টাকা।
২২) হেমন্ত মুখোপাধ্যায় থেকে গিরিশ পার্ক: ৪০ টাকা।
২৩) হেমন্ত মুখোপাধ্যায় থেকে শোভাবাজার সুতানটি: ৪৫ টাকা।
২৪) হেমন্ত মুখোপাধ্যায় থেকে শ্যামবাজার: ৪৫ টাকা
২৫) হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলগাছিয়া: ৪৫ টাকা।
২৬) হেমন্ত মুখোপাধ্যায় থেকে দমদম: ৪৫ টাকা।
২৭) হেমন্ত মুখোপাধ্যায় থেকে নোয়াপাড়া: ৪৫ টাকা।
২৮) হেমন্ত মুখোপাধ্যায় থেকে বরানগর: ৪৫ টাকা।
২৯) হেমন্ত মুখোপাধ্যায় থেকে দক্ষিণেশ্বর: ৪৫ টাকা।
৩০) হেমন্ত মুখোপাধ্যায় থেকে হাওড়া: ৫০ টাকা।
৩১) হেমন্ত মুখোপাধ্যায় থেকে হাওড়া ময়দান: ৫০ টাকা।