বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Howrah Station: হাওড়া স্টেশনের ভোল বদলাতে চলেছে, থাকবে শপিংমল, গেমিং সেন্টার, আরও অনেক কিছু

Howrah Station: হাওড়া স্টেশনের ভোল বদলাতে চলেছে, থাকবে শপিংমল, গেমিং সেন্টার, আরও অনেক কিছু

হাওড়া স্টেশন। ফাইল ছবি।

সেই সঙ্গে বিমানবন্দরের মতো প্রস্থান এবং আগমনের পথ আলাদা করা হবে। হাওড়া স্টেশনকে বিমানবন্দরের মতো আধুনিকীকরণ করার জন্য রি মডেলিং এবং রি ডেভেলপমেন্ট মাধ্যমে এইসব কাজ করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। যাত্রীদের সুবিধার জন্য প্লাটফর্মের উপরে আরেকটি তল করা হবে।

আন্তর্জাতিক মানের হতে চলেছে গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন হাওড়া স্টেশন। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। শুধু পূর্ব রেল নয়, ভারতীয় রেলে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে শতাব্দি প্রাচীন এই স্টেশনটির। তবে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এখন হাওড়া স্টেশনকে আন্তর্জাতিক মানের করতে চাইছেন কর্তৃপক্ষ। দেশের মোট ৪০টি স্টেশনকে আন্তর্জাতিক বিমানের করা হবে। সেই তালিকায় হাওড়া স্টেশনের নাম রয়েছে।

এক্সিকিউটিভ লাউঞ্জ, ফুড কোর্ট থেকে শুরু করে শপিংমল, গেমিং সেন্টার, এলিভেটেড রোড আর জায়গায় জায়গায় থাকছে চলমান সিঁড়ি। আর সেই সঙ্গে বিমানবন্দরের মতো প্রস্থান এবং আগমনের পথ আলাদা করা হবে। হাওড়া স্টেশনকে বিমানবন্দরের মতো আধুনিকীকরণ করার জন্য রি মডেলিং এবং রি ডেভেলপমেন্ট মাধ্যমে এইসব কাজ করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। যাত্রীদের সুবিধার জন্য প্লাটফর্মের উপরে আরেকটি তল করা হবে। যেখানে থাকবে যাত্রী প্রটিক্ষালয় আর সেখানে দূরপাল্লার যাত্রীরা সরাসরি গাড়ি নিয়ে পৌঁছতে পারবেন। সেখান থেকে যাত্রীরা নির্দিষ্ট প্লাটফর্মে নেমে যেতে পারবেন। আর নিচের তলায় যাত্রীরা সরাসরি ট্রেন থেকে নেমে প্লাটফর্ম ধরে বাইরে বেরিয়ে যেতে পারবেন। এমনটা হলে সে ক্ষেত্রে স্টেশনের মধ্যে যাত্রীদের চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এছাড়া রি মডেলিংয়ের মাধ্যমে হাওড়া স্টেশনের চারটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। কারণ আগামী দিনে দূরপাল্লার ট্রেন ২৪ থেকে ২৬ বগি পর্যন্ত হতে পারে। সেই কারণে ৯, ১৪, ২২ এবং ২৩ নম্বর প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর জন্য ৫০ কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান রেলের। সব মিলিয়ে হাওড়া স্টেশনকে ঢেলে সাজাতে আরও কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন হাওড়া ডিভিশনের ডিআরএম মনীশ জৈন। এর পাশাপাশি হাওড়া স্টেশনে যে ইন্টারলকিং সিস্টেম রয়েছে তা ১০ বছরের পুরনো। ফলে নতুন ইন্টারনেটিং সিস্টেম বসানো হবে বলে জানা গিয়েছে।

বন্ধ করুন