HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কাটল না বৈশাখীর গোঁসা, মিছিলে নেই শোভন, বিজেপির হুঙ্কার পরিণত হল বিড়ম্বনায়

কাটল না বৈশাখীর গোঁসা, মিছিলে নেই শোভন, বিজেপির হুঙ্কার পরিণত হল বিড়ম্বনায়

যে মিছিল ঘিরে প্রচারের ঝড় তোলা হয়েছিল, তা বিজেপির কাছে বিড়ম্বনার হয়ে দাঁড়াল।

কাটল না বৈশাখীর গোঁসা, মিছিলে নেই শোভন, বিজেপির হুঙ্কার পরিণত হল বিড়ম্বনায়। (ছবি সৌজন্য টুইটার এবং ফেসবুক)

জানুয়ারির প্রথম সোমবার শক্তি আস্ফালনের হুঙ্কার দেওয়া হয়েছিল। তা তো হলই না। উলটে বৈশাখী বন্ধোপাধ্যায়ের গোঁসা এবং শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে রীতিমতো অস্বস্তি পড়ে গেলেন বিজেপি নেতারা। সেই বিড়ম্বনা এড়াতে শাক দিয়ে মাছ ঢাকার মরিয়া চেষ্টা করলেন তাঁরা।

কার্যত ‘স্বেচ্ছাবসর’ কাটিয়ে সোমবার আবারও ময়দানে নামার কথা ছিল শোভনের। সঙ্গে থাকার কথা ছিল তাঁর বান্ধবী বৈশাখী এবং রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। আদতে তৃণমূল কংগ্রেস বিরোধী মিছিল হলেও তা শোভনের ‘প্রত্যাবর্তন’ হিসেবেই ঝড় তোলার চেষ্টা করেছিল বিজেপি। বিশেষত কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় শোভনের প্রভাব কাজে লাগাতে মরিয়া ছিল বিজেপি।

যদিও সেই মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তা নিয়ে রবিবার সন্ধ্যা থেকে রীতিমতো হুঙ্কার দিচ্ছিলেন বিজেপি নেতানেত্রীরা। কিন্তু সোমবার সকাল থেকে বৈশাখীর গোঁসায় সেই হুঙ্কার ক্রমশ ফিকে হতে শুরু করে। মিছিল শুরুর কয়েক ঘণ্টা আগে বৈশাখী জানান, তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই মিছিলে যাবেন না। বৈশাখীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মঙ্গলবার সকালে রাজ্য বিজেপির তরফে শোভনের বান্ধবীর কাছে ফোন এসেছিল। তাতে নাকি জানানো হয়েছে, মিছিল হতে চলেছে পুরোপুরি শোভনের। তাই সোমবারের মিছিলে বিজেপির কলকাতা জোনের সহ-আহ্বায়ক বৈশাখীর যোগ দেওয়ার প্রয়োজন নেই। তারপরেই বৈশাখী মিছিলে না যাওয়ার সিদ্ধান্ত নেন বলে সূত্রের খবর। 

তারপর থেকেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বৈশাখীর অনুপস্থিতিতে কি মিছিলে যোগ দেবেন শোভন? সূত্রের খবর, ‘মান’ ভাঙানোর জন্য দফায় দফায় দু'জনকে দফায় দফায় ফোন করা হয়। আসরে নামেন অরবিন্দ মেননকে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ততক্ষণে বিজেপির তরফে দাবি করা হচ্ছিল, শোভন আসছেন। কিন্তু যত বেলা গড়াতে থাকে, তত স্পষ্ট হতে থাকে বাস্তব ছবিটা। চরম বিড়ম্বনায় পড়ে কর্মীদের জমায়েতের মধ্যে দুপুর সাড়ে তিনটে নাগাদ ‘নেতার উর্ধ্বে দল’ বার্তা দেওয়ার লক্ষ্যে শোভন এবং বৈশাখীকে ছাড়াই দুপুর তিনটের পর অরফ্যানগঞ্জ থেকে মিছিল শুরু করা হয়। যে মিছিল ঘিরে প্রচারের ঝড় তোলা হয়েছিল, বিড়ম্বনা থেকে রেহাই পেতে সেই মিছিলই নমো নমো করে করতে বাধ্য হয়। ছিলেন অর্জুন সিং, কৈলাস, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়রা।

সেই সঙ্গে পুলিশের অনুমতি না পেয়েও মিছিল করার যে হুঙ্কার দিয়েছিলেন, সেই মিছিলের রুট তিন দফায় বদল করা হয়। কোনওরকম গাড়ি বা বাইক ব্যবহার না করার শর্তে মৌখিক অনুমতি দেয় পুলিশ। তা সত্ত্বেও বাইক নিয়ে পৌঁছে যান বিজেপি নেতা রাকেশ সিংয়ের অনুগামীরা। তবে তা নিয়ে গোলমাল হয়নি। বরং দক্ষিণবঙ্গে বিজেপির সংগঠনে সামঞ্জস্যের ঠিক কী অবস্থা, তা আরও স্পষ্ট হয়। যা বিধানসভা ভোটের আগে বিজেপির অস্বস্তিতে বহুগুণ বাড়িয়ে দিল বলে মত রাজনৈতিক মহলের। 

তবে বৈশাখী ও শোভনের অনুপস্থিতি কোনও কারণ দর্শাতে পারলেন না বিজেপি নেতারা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুলের মতো নেতারা সেই প্রসঙ্গ এড়িয়ে যান। মিছিলে যোগ দেওয়ার আগে সাহসী মুখ তুলে ধরে কৈলাস দাবি করেন, কোন নেতা এলেন না, তা বড় বিষয় নয়। এটা বিজেপির মিছিল।

বাংলার মুখ খবর

Latest News

SRH-কে হারিয়ে CSK,LSG সহ অন্যদের সুবিধে করে দিল MI,নিজেরাও ডুবতে ডুবতে ভেসে থাকল ‘রচনার কাণ্ডকারখানা কমেডি শোকেও হার মানায়’,হুগলির TMC প্রার্থীকে আক্রমণ পাপিয়ার জানার ৩ ঘণ্টার মধ্যে ভুয়ো কনটেন্ট সরিয়ে ফেলুন, বড় নির্দেশ কমিশনের আসন কি টলমল? ঋষি সুনাক সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে লিব ডেমোক্র্যাটরা রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH T20 বিশ্বকাপের নতুন জার্সি প্রকাশ পাকিস্তানের, নকশায় টক্কর টিম ইন্ডিয়াকে ‘আমি মাঝগঙ্গায়, ভয়ানক ছবি দেখছি,পুরো ডেকটা…’, প্রবল বর্ষণে মহা বিপদে দিতিপ্রিয়া! 'রাহুলের যাত্রার সময় মদ অফার করেছিল,' কংগ্রেস ছেড়েই সরব রাধিকা ৭ মাসের যুদ্ধ থামবে? ইজরায়েল ‘অ্যাটাকিং’ হতেই গাজা শান্তি প্রস্তাবে রাজি হামাস আকাশ থেকে টপাটপ পড়ছে মাছ! 'মৎস্য বৃষ্টি' হল ইরানে, ভিডিয়ো দেখে চমকে গেল সকলে

Latest IPL News

রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH ‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো LSG vs KKR: রাসেল মিডল ওভারে উইকেট নিয়ে চাপ কমিয়ে দেয়, প্রশংসায় পঞ্চমুখ রানা ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার 'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন টি২০ বিশ্বকাপে নাশকতার ছক পাকিস্তানের জঙ্গি সংগঠনের, কি ব্যবস্থা নিচ্ছে ICC? ঘরের মাঠে না জিতলে কিচ্ছু হবে না, পঞ্জাবের খেলায় হতাশ হয়ে হাল ছাড়লেন প্রীতি! বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ