বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌রাহুল গান্ধী আমাকে ফোন করেছিল’‌, ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে মুখ খুললেন মমতা

‘‌রাহুল গান্ধী আমাকে ফোন করেছিল’‌, ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে মুখ খুললেন মমতা

রাহুল গান্ধী-মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখে গেরুয়া শিবির। মোদী ম্যাজিকে রাজস্থান ও ছত্তিশগড় কংগ্রেসের হাতছাড়া হয়। কংগ্রেসের একমাত্র সান্ত্বনা তেলাঙ্গানা হয়ে দাঁড়ায়। ২০২৪ সালের লক্ষ্যে নিজেদের রোডম্যাপ তৈরি করতে জোট বৈঠকের ডাক দেন মল্লিকার্জুন খাড়গে।

ইন্ডিয়া জোটের দিনক্ষণ ঠিক করেও তা পিছিয়ে গিয়েছে। কারণ অন্যান্য অনেক শীর্ষ নেতারাই সেই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানান। তিন রাজ্যে গোহারা হওয়ার পর কংগ্রেস উদ্যোগ নেয় জোটের বৈঠক ডাকার। অথচ তাঁরাই নির্বাচনে একক শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করল। এই নিয়ে জোটের মধ্যে থেকে প্রশ্ন উঠেছিল। কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে সবাইকে নিয়ে আসার মরিয়া চেষ্টা করা হয়। আর এই বৈঠকে আসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়নি বলেই দাবি করেছিলেন। এই ক্ষোভ প্রকাশ করার পরই বাংলার মুখ্যমন্ত্রীকে ফোন করেন রাহুল গান্ধী। আজ, বুধবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে সে কথা প্রকাশ্যে জানালেন মুখ্যমন্ত্রী।

এদিকে হিন্দি বলয়ের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে এঁটে উঠতে পারেনি কংগ্রেস। সেই হারের পরই সকলকে একজোট করার চেষ্টা করেন মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী। পরাজয় থেকে শিক্ষা নিয়েই কি এমন পদক্ষেপ? উঠছে প্রশ্ন। এবার ইন্ডিয়া জোটের বৈঠকের কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর ফোন করা নিয়ে এমনই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তিন রাজ্যে গেরুয়া ঝড়ের পর নয়াদিল্লিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক ডাকে কংগ্রেস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর থাকায় যেতে পারবেন না বলে জানিয়ে দেন। উপস্থিত থাকতে পারবেন না বলে জানান অখিলেশ যাদব, নীতীশ কুমাররাও। তখন সেই বৈঠক স্থগিত রাখা হয়।

অন্যদিকে বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখে গেরুয়া শিবির। মোদী ম্যাজিকে রাজস্থান ও ছত্তিশগড় কংগ্রেসের হাতছাড়া হয়। কংগ্রেসের একমাত্র সান্ত্বনা তেলাঙ্গানা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে ২০২৪ সালের লক্ষ্যে নিজেদের রোডম্যাপ তৈরি করতে জোট বৈঠকের ডাক দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই জানিয়ে দেন তাঁদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। ক্ষোভ প্রকাশ করার পর রাহুল গান্ধী তাঁকে ফোন করেন বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগে থেকে জানালে তিনি যোগ দিতেন বলে ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন:‌ কানু সান্যালের গ্রামে জলকষ্টে ভুগছেন গ্রামবাসীরা, শুনে আসন ছেড়ে নামলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ আজ, বুধবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময় দমদম বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌বৈঠক সম্পর্কে আমাকে আগে জানানো হয়নি। পরশুদিন রাহুল গান্ধী আমায় ফোন করে বৈঠকের কথা বলেছে। আমি তাঁকে জানাই কেউ আমাকে জানায়নি। আমার পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি ছিল। মুখ্যমন্ত্রীরা কোনও কোনও সময় ব্যস্ত থাকেন, যদি তাঁরা সাত থেকে দশদিন আগে কর্মসূচি সম্পর্কে জানতে না পারেন তাহলে সমস্যা হয়। আগে থেকে না জানালে হয় না। তবে আমরা মিটিং করব। তারিখ ঠিক হলে করব। খুব শীঘ্রই ইন্ডিয়া জোটের বৈঠক হবে।’‌

বাংলার মুখ খবর

Latest News

আদালতের তত্ত্বাবধানে তদন্ত হোক, সন্দেশখালির এক মহিলা মামলা করল সুপ্রিম কোর্টে মক পোলিংয়ের সময় ব্যালট চুরির অভিযোগ, গ্রেফতার বিজেপির এজেন্ট, শ্রীরামপুরে তরজা রাজ্যপালের নয়া উদ্যোগ, একশো ক্যানসার আক্রান্ত মহিলাদের আর্থিক সাহায্য এই সপ্তাহে কাদের বিনিয়োগ করা এড়ানো উচিত? কী বলছে সাপ্তাহিক রাশিফল দেখে নিন প্রবল ঝড়ে মুম্বইয়ে ভেঙেছে ১০০ ফুট উঁচু হোর্ডিং, দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, আহত ৭৪ নাইট রাইডার্সের সঙ্গে টাইটান্সদের ম্যাচ ভেস্তে যেতে কার হল পৌষমাস, কার সর্বনাশ নির্বাচনের মাঝেই 'অঙ্ক' কষে বাংলায় বিজেপির আসন সংখ্যা বাতলে দিলেন অমিত শাহ! Cognizant-এ যাওয়ায় ২৫ কোটি টাকা চেয়েছিল, শীর্ষকর্তার সঙ্গে চুক্তির পথে Wipro কেএল রাহুলের উপর গোয়েঙ্কার চোটপাট! স্বামীর ‘অপমানে’ ইনস্টায় কীসের ইঙ্গিত আথিয়ার চাবাহার নিয়ে ভারত-ইরান চুক্তিতে তেলেবেগুনে জ্বলল USA, দিল নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

Latest IPL News

নাইট রাইডার্সের সঙ্গে টাইটান্সদের ম্যাচ ভেস্তে যেতে কার হল পৌষমাস, কার সর্বনাশ IPL- অধিনায়ক হিসেবে বিরাটকে ফিরিয়ে আনা উচিত আরসিবির, বড় বার্তা প্রাক্তন তারকার দিল্লি ম্যাচের পর স্ট্র্যাটেজি নিয়ে অদ্ভুত যুক্তি সিরাজের, শুনে গালাগাল কোহলির গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স IPL 2024: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো বৃষ্টিতে যথা সময়ে শুরু হয়নি ম্যাচ, খেলা ভেস্তে গেলেই বিরাট ক্ষতি শুভমন গিলদের দল হারল কী জিতল, তুমি তো ৪০০ কোটি আয় করছ! লোকেশের পাশে থেকে গোয়েঙ্কাকে তোপ বীরুর সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ এখনও সিএসকে-র সদস্য রায়না, হাতে র‍্যাকেট তুলে দিয়ে বোঝালেন ধোনি, মুগ্ধ নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.