বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাজ্যের দুই গায়ক–মন্ত্রীর মধ্যে তুমুল অশান্তি, বিধানসভার করিডরে শুনল সকলে

রাজ্যের দুই গায়ক–মন্ত্রীর মধ্যে তুমুল অশান্তি, বিধানসভার করিডরে শুনল সকলে

দু’‌জনেই রাজ্যের মন্ত্রী।

গানের জগতের দুই শিল্পী এখন রাজ্য মন্ত্রিসভার সদস্য। সেখানে তাঁদের মধ্যে গোলমাল লাগলে বিরোধীরা মজা নেবেন এটাই স্বাভাবিক। সূত্রের খবর, পর্যটন মন্ত্রী বাবুলের কাছে বিভাগীয় ফাইল পৌঁছছিল না। পর্যটন দফতরের ডেপুটি সচিব পর্যায়েই ফাইল ঘুরপাক খাচ্ছিল। দুই মন্ত্রীর আকচা–আকচিতে চমকে যান উপস্থিত নিরাপত্তারক্ষীও।

দু’‌জনেই গায়ক। আবার দু’‌জনেই রাজ্যের মন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকের আগে তাঁদের মধ্যেই লেগে গেল ঝগড়া। বিধানসভা অধিবেশনের পর মন্ত্রিসভার বৈঠক হওয়ার মাঝখানে যে সময় ছিল তার মধ্যেই এই ঝগড়া দেখা গিয়েছে। এই দু’‌জন রাজ্যের মন্ত্রীরা হলেন—কারিগরি শিক্ষা এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। আর পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। ইন্দ্রনীল সেন এখন বাবুল সুপ্রিয়র দফতরের অন্তর্গত পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন। সম্প্রতি বিতর্কিত আমলা নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে ওই পদ ইন্দ্রনীলকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লাগল দুই মন্ত্রীর মধ্যে গোল।

এদিকে সোমবার বাবুল সুপ্রিয়–ইন্দ্রনীল সেনের যে কথা কাটাকাটি তা সাংবাদিকদের কানে এসেছে। যা কার্যত ঝগড়া বলা চলে। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয় দু’‌জনের মধ্যে। ‘তুমি কেন কাজ আটকে দিচ্ছ?’ চড়া মেজাজে বলতে শোনা যায় বাবুলকে। জবাবে হুঙ্কার ছেড়ে ইন্দ্রনীল সেন বলেন, ‘যা বলার দিদিকে গিয়ে বল।’ দুই মন্ত্রীর মধ্যে এমন আকচা–আকচিতে চমকে যান উপস্থিত নিরাপত্তারক্ষীও। এমন ঘটনা নিয়ে তাঁরা কোনও প্রতিক্রিয়া না দিলেও বিষয়টি চাউর হয়ে গিয়েছে।

অন্যদিকে এই ঝগড়া বেশ কিছুক্ষণ চলে। ইন্দ্রনীলের দিদিকে গিয়ে বলার কথায় পাল্টা বাবুল বলেন, ‘সে তো আমি বলেইছি। যদি দরকার পড়ে আবার বলব। কিন্তু তুমি এভাবে আমার দফতরের কাজ আটকাতে পারো না।’ থামার পাত্র নন ইন্দ্রনীল। তিনি সরাসরি বাবুলের উদ্দেশে বলেন, ‘‌এখানে এভাবে কথা বলিস না তুই। তোর দফতরের কাজ কেন আটকাতে যাব আমি। বললাম তো, তোর কিছু বলার থাকলে দিদিকে গিয়ে বল।’ একদা রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন। পরে সেই দায়িত্ব পান বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসা বাবুল সুপ্রিয়। আবার বাবুল সুপ্রিয় পূর্ণমন্ত্রী। সেক্ষেত্রে মন্ত্রিসভায় সিনিয়র।

আরও পড়ুন:‌ দত্তপুকুরের অকুস্থলে পৌঁছল এনআইএ টিম, অভিযুক্ত আইএসএফের নেতা পলাতক

যদিও বয়সে বাবুলের থেকে সিনিয়র ইন্দ্রনীল। তাই বাবুলকে ‘‌তুই’‌ বলেই সম্বোধন করে থাকেন তিনি। গানের জগতের দুই শিল্পী এখন রাজ্য মন্ত্রিসভার সদস্য। সেখানে তাঁদের মধ্যে গোলমাল লাগলে বিরোধীরা মজা নেবেন এটাই স্বাভাবিক। সূত্রের খবর, পর্যটন মন্ত্রী বাবুলের কাছে বিভাগীয় ফাইল পৌঁছছিল না। পর্যটন দফতরের ডেপুটি সচিব পর্যায়েই ফাইল ঘুরপাক খাচ্ছিল। ওই বিষয়টি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করে রেখেছিলেন ইন্দ্রনীল। তাই তিনি বাবুলকে বলেছেন, ‘দিদিকে গিয়ে বল’‌। আর একটি সংবাদমাধ্যমে এই বিষয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘‌যেটা হয়েছে সেটা সবার সামনেই হয়েছে। আর আমি এই নিয়ে কিছু বলতে চাই না।’‌

বাংলার মুখ খবর

Latest News

১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল মমতার ফোনেও কাজ হল না, ইস্তফার সিদ্ধান্তে অনড় জহর! এবারও 'দেরিতে' হল অ্যাকশন? মিশনারি কলেজে গণেশ পুজো করতে গেল এবিভিপি, শোরগোল চরমে, পুলিশ এল ক্যাম্পাসে ‘ওই চোখাচোখিটা কোনওদিন ভুলব না…’, কাঞ্চন অতীত! পিঙ্কির জীবনের সবচেয়ে কাছের কে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.