বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মরতে রাজি, কিন্তু দুর্নীতির সঙ্গে আপোস করব না: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

মরতে রাজি, কিন্তু দুর্নীতির সঙ্গে আপোস করব না: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এজলাসে বিক্ষোভ দেখানোয় তৃণমূলপন্থী আইনজীবীদের চরম ভর্ৎসনা করলেন বিচারপতি।

এজলাসে তৃণমূলপন্থী আইনজীবীদের বিক্ষোভের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন এজলাসে বিক্ষোভকারীদের তিনি কড়া ভাষায় ভর্ৎসনা করেন। সঙ্গে বলেন, মাথায় বন্দুক ঠেকালেও দুর্নীতি দেখলে চুুপ করে থাকবে না আদালত।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আপনার হয়তো রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে। কিন্তু দুর্নীতি দেখলে আদালত চুপ থাকবে না। আমার কিছু করার নেই। যে দুর্নীতি করবে, সে যে রাজনৈতিক দলের হোক না কেন ছেড়ে দেওয়া হবে না। আমার মাথায় বন্দুক ধরতে পারেন। মরতে রাজি। কিন্তু দুর্নীতি দেখে চুপ থাকবে না আদালত। এত শত্রুতা কীসের! পৃথিবীতে একদিন আমি কেউ থাকব না। কেউ কাউকে মনে রাখব না। মৃত্যুর পর কে মনে রাখে? যারা দুর্নীতি করছে তাদের সঙ্গে শুধু শত্রুতাই থাকতে পারে। সারা দেশে দুর্নীতিতে ভরে গিয়েছে, শুধু পশ্চিমবঙ্গে নয়। দুর্নীতির শেষ নেই। কিন্তু লড়াই তো চালাতে হবে।’

এদিন এজলাসে বিক্ষোভ নিয়ে প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘তৃণমূলের লক্ষ্য সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে শেষ করে দেওয়া। ওরা এবার আদালতকেও শেষ করার চেষ্টা করছে। আমরা আইনজীবীদের সংগঠিত করে এর জবাব দেব।’

 

বন্ধ করুন