বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ২৪শে বড় খেলা বাংলায়! চাকরি ছেড়ে ময়দানে নামছেন বিচারপতি গাঙ্গুলি, তৃণমূলে বেসুরো কুণাল, কী বললেন এক অপরকে?

২৪শে বড় খেলা বাংলায়! চাকরি ছেড়ে ময়দানে নামছেন বিচারপতি গাঙ্গুলি, তৃণমূলে বেসুরো কুণাল, কী বললেন এক অপরকে?

বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ও কুণাল ঘোষ। সংগৃহীত ছবি। ফাইল ছবি 

বিচারপতি গঙ্গোপাধ্যায় বাংলার রাজনীতির ময়দানে নামবেন। আবার কুণাল ঘোষ দলের মুখপাত্রের পদ ছেড়ে দিলেন। ২৪শের আগে সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। কী বললেন একে অপরের জন্য। 

বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এবার তিনি রাজনৈতিক ময়দানে নামবেন। সরাসরিই জানিয়েছেন সেকথা। তার আগে সংবাদমাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। কিন্তু অবসর দেওয়ার পরে কোথায় যাবেন তিনি? বিচারপতি গঙ্গোপাধ্য়ায় জানিয়ে দিয়েছেন, বাম দল আছে. কংগ্রেস, বিজেপি আছে, ছোট রাজনৈতিক দল আছে তারা যদি মনে করে টিকিট দেবেন, তখন আমি ভেবে দেখব টিকিট নেব কি নেব না। তবে তিনি যে রাজনীতির বৃহত্তর ময়দানে আসছেন সেটাও জানিয়ে দেন তিনি। 

এদিকে তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ বার বারই এই বিচারপতির বিরুদ্ধেই অতীতে মুখ খুলেছেন। কার্যত তীব্র আক্রমণ করেছিলেন তিনি। তবে সেসব আজ অতীত। আবার কুণাল ঘোষের সঙ্গে আলোচনা করতেও দেখা গিয়েছে বিচারপতি। এবার সেই বঞ্চিতদের ভগবান বলে পরিচিত বিচারপতিই আসতে চলেছেন রাজনীতির ময়দানে। এনিয়ে কী বলছেন কুণাল ঘোষ?

এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন,এধরনের মানুষ রাজনীতিতে এলে ভালো। দুটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। একটিতে তিনি লিখেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে। কিন্তু অন্য গুরুত্বপূর্ণ পেশা থেকে যদি কেউ রাজনীতিতে আসেন তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তা স্বাস্থ্যকর বা ইতিবাচক। একজন রাজনৈতিক কর্মী হিসাবে স্বাগত জানাচ্ছি। নতুন ইনিংসের শুভেচ্ছা। 

এদিকে একটি সংবাদমাধ্য়মে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কুণাল ঘোষ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন, কুণাল ঘোষ একজন অত্যন্ত ভালো মানুষ। আমার চেম্বারে বসে ওঁর সঙ্গে দীর্ঘ কথাবার্তা হয়েছে। রাজনীতির বিষয়ে নয়, অন্য় বিষয়ে। আমার মনে হয়েছে উনি অত্যন্ত ভালো মানুষ। একেবারে খোলাখুলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এর আগেও তিনি কুণাল ঘোষ প্রসঙ্গে সেভাবে কোনওদিন কটূ কথা বলেননি। এমনকী কুণাল ঘোষ অতীতে তাঁকে নিয়ে কটাক্ষ করলেও পালটা কটাক্ষ করেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। 

এদিকে কথায় আছে রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। আবার এটাও কথায় আছে সময়ই সব কথা বলে। যে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্রের চেয়ারে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করতেন সেই কুণাল ঘোষই তৃণমূলের মুখপাত্রের পদ ছাড়তে চেয়ে ইস্তফাপত্র পাঠিয়েছেন। এমনকী সেই ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলেও খবর। সব মিলিয়ে দলের একাংশের বিরুদ্ধে এখন প্রকাশ্য়েই মুখ খুলছেন কুণাল। আর তাৎপর্যপূর্ণভাবে এই কুণাল ঘোষই একদিন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে নিশানা করে বলেছিলেন, আপনি একবার মাঠে নেমে দেখুন। সেই মাঠেই নামছেন বিচারপতি। চাকরি ছেড়ে দিয়ে।  

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বহু পুলিশ থাকলেও নারীদের সম্মান রক্ষা করতে পারবে না, পুরুষদের কী বার্তা কল্যাণের অনুরোধ করেও কাজ হল না! সোমবার ম্যাচ খেলল না DHFC…পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ… কামিন্সের মতই ভারতীয় দর্শকদের চুপ করালেন ম্যাচের সেরা সোফি, জানালেন অভিজ্ঞতা বাবা সিদ্দিকির ম্যাজিকেই ঘুচেছিল দূরত্ব! শাহরুখ-সলমনকে এক করেও বলেছিলেন… ‘ডেটা লগার’ দিয়ে রোজ চেক করুন সব ঠিকঠাক আছে কিনা, সব জোনকে চিঠি রেল বোর্ডের ‘গণতন্ত্রের পক্ষে দুঃখজনক’, দিল্লিতে অনশনের সময় আটক নিয়ে মন্তব্য ওয়াংচুকের ভয়াবহ ফিল্ডিং, স্মৃতির ‘টেস্ট’- কোন ৫ কারণে T20 বিশ্বকাপে জঘন্য হাল হল ভারতের? থানায় ধর্ষণের অভিযোগ করায় খুন নির্যাতিতা! ধৃত কলকাতা পুলিশের কর্মী, TMC নেত্রী সোমবার চন্দ্রযোগে বাড়ছে মহাদেবের আশীর্বাদ! কোন কোন রাশির সব বিপদ কাটবে দুই মাস অপেক্ষা করলেই ফের দুর্গাপুজো! হঠাৎ এমন কেন বললেন চালচিত্রর পরিচালক?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.