শীতলকুচিতে গুলিচালনার ঘটনায় সিবিআই তদন্তের বিরোধিতা করে আদালতে হলফনামা জমা দিল মৃতদের পরিবার। তাদের দাবি এই ঘটনায় সিআইডি তদন্তই যথেষ্ট। সিবিআই তদন্তে তাঁদের আস্থা নেই। ওই ঘটনায় সম্প্রতি তদন্ত শেষ করেছে সিআইডি।
আদালতে পেশ করা হলফনামায় জানানো হয়েছে, সিবিআই তদন্তে তাঁদের আস্থা নেই। তাছাড়া রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। তাই সিবিআই তদন্তের প্রয়োজন নেই।
শীতলকুচি কাণ্ডের তদন্তভার সিআইডির ওপরে দিয়েছিল রাজ্য সরকার। ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় সিআইডি আদালতকে জানিয়েছে, তাদের তদন্ত শেষ হয়েছে। ওদিকে বিজেপির দাবি, শীতলকুচি কাণ্ডের তদন্তে পক্ষপাতিত্ব করেছে সিআইডি। ওই ঘটনায় সিবিআই তদন্ত হলে প্রমাণ হয়ে যাবে তৃণমূলই সেদিন ওই বুথে অশান্তি পাকিয়েছিল। তাই সিবিআই তদন্তের বিরোধিতা করছেন মৃতের পরিবারের সদস্যরা।
গত বছর ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়। তৃণমূলের দাবি, মৃতরা তাদের কর্মী। ওদিকে ওই দিনই কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার আগে ওই বুথে দুষ্কৃতীদের গুলিতে এক যুবকের মৃত্যু হয়।