কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার এসএন ব্যানার্জি রোডে হকারের রাস্তা দখল করার সমস্যা মেটাতে হলুদ লাইন টেনে দেয় কলকাতা পুরসভা। মানুষজন যাতায়াত যাতে করতে অসুবিধায় না পড়েন তাই এই উদ্যোগ নেওয়া হয়। হকারের পথ দখল করা ঠেকাতে কলকাতা পুরসভার অদূরেই যে পেভমেন্ট রয়েছে সেটা যাতে দখলমুক্ত করা যায় তাই এই হলুদ লাইন টানা হয়েছে। কলকাতা পুরসভার দফতর এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। কিন্তু এই হলুদ লাইন কি পরিস্থিতি পাল্টাতে পেরেছে? এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে এই পথ ধরে হাঁটলে দেখা যাবে, সমস্যা একই রয়ে গিয়েছে। কিছু অংশ খালি এখনও থাকলে বাকি বিশাল সিংহভাগ জায়গা দখল করে রেখেছে হকাররা। ফলে ওই পথে যাতায়াত করতে মানুষজনকে বেজায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এমনকী পথচারীরা আশঙ্কা করছেন বাকি যেটুকু অংশ ফাঁকা রয়েছে সেখানে নতুন করে না হকার বসে যায়। ওয়েলিংটন, জানবাজার এবং কলকাতা পুরসভার ওই রাস্তায় হলুদ লাইন টেনে দেওয়া হয়েছে। ওটাই ফাঁকা অংশ। তার মধ্যে পেভমেন্টও রয়েছে। যা আবার হকারদের হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ পথচলতি মানুষজনের। তাহলে সুরাহা মিলবে কবে? জানতে চাইছেন মানুষজন।
অন্যদিকে এই হলুদ লাইন বরাবর এসএন ব্যানার্জি রোডে হাঁটলে দেখা যাবে, পথচারী থেকে যাত্রীরা এখান দিয়ে খুব কষ্ট করে যাতায়াত করছেন। কারণ ওই ফাঁকা অংশে নতুন করে হকার বসতে শুরু করেছে। এই চত্বরে কিছু হোটেল ও বার আছে। তারা ওই ফাঁকা অংশ হকারদের বসতে সুযোগ দিয়েছে। এখানেই বেআইনি পার্কিং দেখা যাচ্ছে। মোটরবাইক দাঁড় করিয়ে রাখা রয়েছে পরপর। অথচ এই হলুদ লাইনের বিপরীতেই রয়েছে নিউমার্কেট থানা। পাশেই রিগাল সিনেমা হল। আর কিছু দেকানদার আছেন যাঁরা তাঁদের জিনিসপত্র ওই হলুদ লাইনে রেখে দিয়েছে। এই বিষয়ে সরকারি কর্মচারী শ্যামল মাইতি বলেন, ‘এসএন ব্যানার্জি রোডে হকারের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই হলুদ লাইন আরও সমস্যা তৈরি করেছে। কারণ অপরদিকের পেভমেন্ট দখল করেছে হকাররা।’
আরও পড়ুন: লোকসভা নির্বাচন ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী! কেন এমন বেনজির পদক্ষেপ?
এছাড়া বেশ কয়েকজন পথচারী এই সমস্যা নিয়ে সরব হয়েছেন। পথচলতে বিস্তর অসুবিধায় পড়তে হচ্ছে। এখানে চায়ের দোকান–সহ অন্যান্য দোকান বসে গিয়েছে। তাতে বিস্তর ভিড় হচ্ছে। আর পথ চলতে অসুবিধায় পড়ছেন নিউমার্কেটে আসা মানুষজন। এই বিষয়ে পশ্চিমবঙ্গ হকার জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি অসিত সাহা বলেন, ‘এসএন ব্যানার্জি রোডে হকারি করার জন্য কোনও সীমারেখা নেই। আমরা হলুদ লাইন টেনেছি হকারদের পুনর্বাসন দেওয়ার জন্য। যাদেরকে নিউমার্কেট অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’