বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata metro breakdown: অফিস টাইমে মেট্রোয় যান্ত্রিক গোলযোগ, চরম দুর্ভোগে যাত্রীরা

Kolkata metro breakdown: অফিস টাইমে মেট্রোয় যান্ত্রিক গোলযোগ, চরম দুর্ভোগে যাত্রীরা

ব্যহত মেট্রো পরিষেবা। প্রতীকী ছবি (PTI)

এদিন এই যান্ত্রিক গোলযোগ নিয়ে একটি প্রেস বিবৃতিতে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘আপ এম আর ৪০৬ কালীঘাটের ২৫৬৩ আপ স্টার্টার সিগন্যাল অতিক্রম করার পরই থার্ড রেলের বৈদ্যুতিন কানেক্টর ছুঁয়ে ফেলে। তার ফলে মেট্রো পরিষেবা ব্যাহত হয়।’

শনিবার অফিস টাইমে ফের ব্যাহত হল মেট্রো পরিষেবা। যান্ত্রিক গোলযোগের কারণে এদিন সকালে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকে। এর ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ তড়িঘড়ি যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ শুরু করে দেয়। তবে ওই স্টেশনগুলির মধ্যে মেট্রো চলাচল বন্ধ রাখা হলেও দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং অন্যদিকে কবিসুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো চালানো হয়।

আরও পড়ুন: মেট্রোর জন্য ৬০ দিন পুরো বন্ধ থাকবে বাইপাসের এই রাস্তা! কোথা দিয়ে গাড়ি যাবে?

এদিন এই যান্ত্রিক গোলযোগ নিয়ে একটি প্রেস বিবৃতিতে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন,‘আপ এম আর ৪০৬ কালীঘাটের ২৫৬৩ আপ স্টার্টার সিগন্যাল অতিক্রম করার পরই থার্ড রেলের বৈদ্যুতিন কানেক্টর ছুঁয়ে ফেলে। তার ফলে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনগুলির মধ্যে মেট্রো পরিষেবাগুলি চালু করা হয়েছে৷ সমস্যা সমাধানের জন্য রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক আপ লাইনে সকাল ৮ টা ১২ মিনিট নাগাদ বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপরেই মেট্রোর কর্মীরা তড়িঘড়ি মেরামতির কাজে লেগে পড়েন।’এদিন মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার ফলে চরম সমস্যায় পড়েন যাত্রীরা। 

প্রসঙ্গত, মেট্রোকে কলকাতা লাইফ লাইন বলা হয়। কলকাতা রাস্তায় জান যন্ত্রণা থেকে মুক্তি পেতে অধিকাংশ যাত্রীরাই মেট্রোকে বেছে নেন। মেট্রো সাহায্যে খুব সহজেই এবং অতি দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব। ফলে মেট্রো পরিষেবা একবার ব্যাহত হলেই চরম হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। উল্লেখ্য, প্রায়ই মেট্রো পরিষেবা ব্যাহত হয়ে থাকে। গত বৃহস্পতিবার গিরীশ পার্ক মেট্রো স্টেশনে নিউ গড়িয়াগামী ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। এই ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। অফিস টাইমে এই ঘটনা ঘটার ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছিল যাত্রীদের। তারফলে বাসগুলিতে ব্যাপক ভিড় হয়েছিল। যানজট দেখা দিয়েছিল শহরের রাস্তায়। তারও কিছুদিন আগে রবীন্দ্র সদনে মেট্রোর দোতলা এবং তিন তলার রিজার্ভেশন অফিসে আগুনের আতঙ্ক তৈরি হয়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেশন চত্বর। যদিও পরে উৎসস্থল খুঁজে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।

বন্ধ করুন