চাঁদ দেখা গেলে আগামী ৩ মে পালিত হবে খুশির ইদ (Eid ul Fitr 2022)। সেদিন ২৩৪ টি ট্রেন (১১৭ টি আপ এবং ১১৭ টি ডাউন ট্রেন) চালাবে কলকাতা মেট্রো। ইদের জন্য মেট্রোর সংখ্যা কমানো হলেও প্রথম এবং শেষ ট্রেনের সময় ঠিক রাখা আছে।
প্রথম মেট্রো পরিষেবা শুরুর সময়
১) দমদম থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫০ মিনিট।
২) কবি সুভাষ থেকে দক্ষিণনেশ্বর: সকাল ৬ টা ৫০ মিনিট।
৩) দমদম থেকে দক্ষিণনেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট।
৪) দক্ষিণনেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা।
আরও পড়ুন: Eid al-Fitr 2022: ইদ উল-ফিতর কবে পালিত হচ্ছে, উৎসবের মরশুম শুরুর অপেক্ষায় দেশ
শেষ মেট্রো পরিষেবা শুরুর সময়
১) দক্ষিণনেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট।
২) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট।
৩) কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট।
৪) কবি সুভাষ থেকে দক্ষিণনেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট।
বিশেষ দ্রষ্টব্য: তবে ইদের দিন (মঙ্গলবার, ৩ মে) ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সীমা পালটানো হয়নি।
ইদ কবে?
ইদ-উল-ফিতরকে অনেকেই 'মিঠি ইদ' বলেও সম্বোধন করেন। ইসলামিক ক্যালেন্ডারের দশম মাসের প্রথম দিনে পালিত হয় ইদ। চলতি বছর ৩ মে রয়েছে ইদের সরকারি ছুটি। তবে নতুন চাঁদ দেখার উপরই নির্ভর করবে ইদের তারিখ। প্রসঙ্গত, হিজরি ক্যালেন্ডারের উপর নির্ভর করে প্রতি বছর ইদের দিন পালটে যায়।