কোনও রাস্তায় ছোট বড় গর্ত, আবার কোনও রাস্তায় উঠে গিয়েছে পিচ। সামনেই পুজো, ফলে রাস্তার উপর গাড়ির চাপ বেড়েছে। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে রাস্তা মেরামতের আর্জি জানিয়ে কলকাতা পুরসভা এবং পূর্ত দফতরকে চিঠি দিয়েছিল পুলিশ। সেই চিঠি পাওয়ার পরেই তৎপরতার সঙ্গে রাস্তা মেরামতের উদ্যোগ নিল কলকাতা পুরসভা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে পুজোর আগে বড়বাজারের কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট ও কাশীপুর রোড মেরামতের কাজ শুরু করা হবে। এর জন্য পুরসভায় মেয়ের পরিষদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই দুটি রাস্তা সংস্কারের জন্য ৪ কোটি টাকা মঞ্জুর করেছে কলকাতা পুরসভা। কেএমসির পরিকল্পনা রয়েছে পুজোর আগেই এই রাস্তা মেরামত করা। তবে এতো তাড়াতাড়ি দুটি রাস্তা মেরামত করা সম্ভব হবে কি না সেবিষয়ে নিশ্চিত নন আধিকারিকরা।
আরও পড়ুন: বর্ষার আগেই কলকাতার একাধিক রাস্তার মেরামতির কাজ শেষ করতে চায় পুরসভা
গত কয়েক মাস ধরেই এই দুটি রাস্তার বেহাল অবস্থা। যার ফলে যাতায়াত করতে গিয়ে সমস্যার মুখে পড়ছে সাধারণ মানুষকে। গাড়ি চালাতে গিয়েও সমস্যা হচ্ছে। এর ফলে সেখানে যেকোনও মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে পুরসভার তরফে এই দুটি রাস্তা সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার সূত্রে জানা গিয়েছে, কাশীপুর রোড ও সংলগ্ন রাস্তায় এক কিলোমিটার রাস্তা মেরামত করা হবে। এর জন্য পুজোর আগে কাজ শুরু করা হবে। দ্রুত এই কাজ শেষ করা হবে। পুজোর আগে বেশ কিছু জায়গায় কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরেই মেরামতের অভাবে বেহাল অবস্থা রয়েছে কালীকৃষ্ণ ঠাকুর রোডের। এক্ষেত্রে পুজোর আগে কাজ শুরু করা হবে। যদিও এই রাস্তায় কাজ শেষ হতে বেশ কিছুটা সময় লাগতে পারে বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি আরও যে সমস্ত রাস্তায় খানা খন্দ তৈরি হয়েছে তার মধ্যে রয়েছে দেশপ্রাণ শাসমল রোড, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, ডায়মন্ড হারবার রোড, জেমস লং সরণী, চিত্তরঞ্জন অ্যাভিনিউ প্রভৃতি রাস্তা। আবার স্ট্যান্ড রোড, বিটি রোড, মহাত্মা গান্ধী রোড, চৌবাগা রোড, শিয়ালদা উড়ালপুলে রাস্তার অবস্থা খারাপ। সেখানে বিভিন্ন জায়গায় বৃষ্টির ফলে গর্ত দেখা দিয়েছে। কলকাতা পুলিশের তরফে পুরসভা ও পূর্ত দফতরকে যে তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে এই সমস্ত রাস্তাগুলিও রয়েছে। উল্লেখ্য, কলকাতা পুলিশের তরফে যে তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে পুরসভার ৩৫২ টি এবং পূর্ত দফতরের ৩২ টি রাস্তা।