শহরে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। তারপরেও পথ দুর্ঘটনা কমার নাম নেই। প্রায়ই দুর্ঘটনা ঘটছে শহরে। বিশেষ করে বেহালায় খুদে পড়ুয়ার মৃত্যুর পরে পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় পথচারীদের সুরক্ষার জন্য উদ্যোগী হল কলকাতা পুলিশ। এর জন্য ব্যস্ত শহরের রাস্তার মাঝে ‘রেফিউজ আইল্যান্ড’ বা পথচারী দ্বীপ পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে কলকাতা পুরসভাকে নিজেদের সেই পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশ। পুরসভা কলকাতা পুলিশের এই আবেদনের সাড়া দেওয়ার পরেই শ্যামবাজার সংলগ্ন রাস্তায় কাজ শুরু করে দিয়েছে।
আরও পড়ুন: খাস কলকাতায় আবার মর্মান্তিক পথ দুর্ঘটনা, মোটরবাইক আরোহীকে পিষে চম্পট গাড়ি
পথচারী দ্বীপ বা রেফিউজ আইসল্যান্ড কি?
সাধারণত সিগন্যাল লাল হওয়ার পরেই পথচারীরা তাড়াহুড়ো করে রাস্তা পেরোনোর চেষ্টা করেন। কিন্তু, অনেক সময় দুটি রাস্তা পারাপার করতে গিয়ে মাঝপথে সিগনাল গ্রিন হয়ে যায়। যার ফলে আবার যান চলাচল শুরু করে দেয়। তখন রাস্তা পেরোতে হতে গিয়ে সমস্যা হয় পথচারীদের। বিশেষ করে প্রবীণ নাগরিক বা বিশেষভাবে সক্ষম নাগরিকদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হয়। সে ক্ষেত্রে সিগন্যাল সবুজ হয়ে যাওয়ার পরেও যাতে দুটি রাস্তার মাঝখানে পথচারীরা দাঁড়াতে পারেন তার জন্যই তৈরি করা হয় এই দ্বীপ।
ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরে এরকম ৭৫ টি জায়গার তালিকা পুরসভাকে পাঠিয়েছে কলকাতা পুলিশ। যে সমস্ত এলাকায় জন সমাগম বেশি বা স্কুল রয়েছে মূলত সেই সমস্ত জায়গাকে তালিকার মধ্যে রেখেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে এই কাজ দ্রুত শেষ করার জন্য পুরসভার কাছে আবেদন জানানো হয়েছে।
প্রসঙ্গত কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমানো গেলেও পথচারীদের মৃত্যু বা আহত হওয়ার ঘটনা সেরকমভাবে কমানো যায়নি। যা নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। তারপরে কলকাতা পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই শহরের ২০টি জায়গায় এই ধরনের দ্বীপ রয়েছে। যার মধ্যে রয়েছে পার্কস্ট্রিট, হেস্টিংস মোর, ডোরিনা ক্রসিং প্রভৃতি রাস্তা। কলকাতা পুলিশের তরফে যে তালিকা দেওয়া হয়েছে সেগুলির মধ্যে অন্যতম হল গিরিশ অ্যাভিনিউয়ের সংযোগস্থল, বিধানসরণি, বাগবাজাররের সংযোগস্থল, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের সংযোগস্থল প্রভৃতি জায়গা। উল্লেখ্য, পথ দুর্ঘটনার নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন জায়গায় রয়েছে বুম ব্যারিয়ার-সহ ফুট ওভারব্রিজ। পথচারী দ্বীপ তৈরি হলে সে ক্ষেত্রে দুর্ঘটনা আরও কমবে বলে মনে করছে কলকাতা পুলিশ।