কলকাতায় অটোচালকদের বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয়। বলতে গেলে অটোচালকদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় রয়েছে। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার তো বটেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভাড়া নেওয়ার অভিযোগ প্রায়ই ওঠে অটোচালকদের বিরুদ্ধে। এবার বিভিন্ন রুটে কত সংখ্যক অটো চলে বা কত ভাড়া? সেই সংক্রান্ত তথ্য কলকাতা পুলিশের ‘বন্ধু অ্যাপে’ আপলোড করা হবে। এর জন্য সমস্ত ট্রাফিক গার্ডকে তথ্য সংগ্রহের জন্য নির্দেশ দিয়েছে লালবাজার। এর ফলে সাধারণ মানুষ বিভিন্ন রুটের অটো সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন। তার ফলে অটো দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছে লালবাজার।
আরও পড়ুন: তরুণী যাত্রীকে জোর করে জাপটে ধরে চুমু অটো চালকের, ফোনে লিখলেন…
কলকাতার সমস্ত ট্রাফিক গার্ডকে এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে। সেক্ষেত্রে আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট পাঠাতে বলেছে লালবাজার। এর ফলে সহজেই সাধারণ মানুষ অটোর তথ্য খুঁজে পাবেন। প্রসঙ্গত, কলকাতার বিভিন্ন রুটে যেমন অটোচালকদের বিরুদ্ধে সজোরে গান বাজানোর অভিযোগ ওঠে, তেমনি বেশি যাত্রী তোলার অভিযোগ নতুন নয়। আবার সেই সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভাড়া নেওয়ার অভিযোগ অটো চালকদের বিরুদ্ধে। বিশেষ করে অনেক ক্ষেত্রে দিনের বেলায় ভাড়া এক রকম হয় আবার রাত হলে ভাড়া বেড়ে যায়। অন্যদিকে, বিপর্যয়ের দিনগুলিতে সেই ভাড়া বেড়ে যায় কয়েক গুণ। লালবাজারের আধিকারিকদের মতে, তারা অটো চালকদের দৌরাত্ম্য রুখতে কড়া হতে চাইছেন।
যদিও অটোচালকদের বাড়বাড়ন্ত রুখতে বিভিন্ন সময়ে পদক্ষেপ করতে দেখা গিয়েছে পুলিশকে। তারপরেও অবস্থার বিশেষ উন্নত হয়নি। ২০১৬ সালে তৎকালীন পরিবহণ মন্ত্রী অটো নিয়ে নির্দিষ্ট নীতি তৈরি করার ব্যাপারে চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু, তারপরে বিষয়টি আর এগোইনি। বিশেষজ্ঞ মহলের মতে এক্ষেত্রেও রাজনীতি কাজ করে। অটো চালকরা কত ভাড়া নেবেন? কত যাত্রী তোলা হবে? তা সবই ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলি ঠিক করে দেয় বলে অভিযোগ। সাধারণত কলকাতায় দুর্ঘটনা রুখতে অটোয় চারজন করে যাত্রী বহনের নির্দেশ থাকলেও বিভিন্ন জায়গায় চারজনের বেশি যাত্রী নিয়ে অটো চলে বলে অভিযোগ। সেক্ষেত্রে ফুলবাগান, খিদিরপুর, শিয়ালদা স্টেশন, গার্ডেনরিচ, পার্ক সার্কাস প্রভৃতি রুটে অটো অতিরিক্ত যাত্রী নিয়ে চালানো হয় বলে অভিযোগ।