বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ক্যাথিড্রালের বদলে মধ্যরাতে পর্তুগিজ চার্চে মমতা,বড়দিন পালনে ছুঁলেন গোয়ার আবেগ?

ক্যাথিড্রালের বদলে মধ্যরাতে পর্তুগিজ চার্চে মমতা,বড়দিন পালনে ছুঁলেন গোয়ার আবেগ?

পর্তুগিজ গির্জায় মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সৌজন্যে এএনআই) (ANI)

প্রতি বছরই বড়দিন উপলক্ষে বিশেষ উৎসব পালনে গির্জায় যান মুখ্যমন্ত্রী। অবশ্য অন্য বার তাঁকে সেন্ট পলস ক্যাথিড্রালে দেখা যায়।

বড়দিন উপলক্ষে ক্রিসমাস ইভে ব্রেবোর্ন রোডে অবস্থিত শতাব্দী প্রাচীণ পর্তুগিজ চার্চে (ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারি) যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতরাতের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান আর্চ বিশপ স্বয়ং। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন। পরে গির্জায় মিডনাইট মাসের অনুষ্ঠানে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে তাঁর এই পর্তুগিজ গির্জায় যাওয়ার নেপথ্যে অনেকেই গোয়ার আবেগ ছোঁয়ার ছক দেখতে পাচ্ছেন। 

মুখ্যমন্ত্রীর বার্তা, করোনা আবহে সতর্ক থেকে উৎসবে অংশ নিন সকলে। বড়দিন উপলক্ষে রাতেই মমতা টুইট করে লেখেন, ‘এই উত্সবের মরশুম আপনাদের জীবন উষ্ণতা এবং আনন্দে পূর্ণ করুক। সমস্ত কোভিড প্রোটোকল বজায় রেখে সুখের স্মৃতি তৈরি করুন এই সময়।’

উল্লেখ্য, প্রতি বছরই বড়দিন উপলক্ষে বিশেষ উৎসব পালনে গির্জায় যান মুখ্যমন্ত্রী। অন্য বার তাঁকে সেন্ট পলস ক্যাথিড্রালে দেখা যায়। তবে এবার ক্যাথিড্রালের ক্যারলে অংশ নিতে দেখা গেল না তাঁকে। বদলে মমতাকে দেখা গেল পর্তুগিজ গির্জায় বড়দিনের উৎসবে অংশ। উল্লেখ্য, গোয়া দীর্ঘদিন পর্তুগিজ শাসনে থাকার কারণে সেই রাজ্যের একাংশের মনে এখনও পর্তুগালের প্রতি দুর্বলতা রয়েছে। এমন কি ফুটবলে বিশ্বকাপ বা ইউরোর মতো টুর্নামেন্টেও পর্তুগালকেই সমর্থন করেন অধিকাংশ গোয়াবাসী। এহেন গোয়ার মন জয় করতে পর্তুগিজ গির্জায় মমতার ক্রিসমাস ইভ পালন যে অঙ্কের ছক, তা নিয়ে নিশ্চিত অনেকেই। 

 

 

 

 

বন্ধ করুন