ভোরের কলকাতা ঢেকেছিল কুয়াশার চাদরে। প্রায় সকাল ৯টা পর্যন্ত বেশ ঘন কুয়াশা ছিল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। এর জেরে বিমান পরিষেবা ব্যাহত হয় কলকাতা বিমানবন্দরে। পাশাপাশি হাওড়া থেকে বিভিন্ন দিকের ট্রেন পরিষেবাও ব্যাহত হয়। দৃশ্যমানতা ৫০ মিটারেরও কম থাকায় সকালের দিকে অনেক ট্রেন ছাড়েনি। এর জেরে বাকি দিনের সময়সূচির ওপরও এর প্রভাব পড়তে চলেছে এবার।
দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-শালিমার, পাঁশকুড়া-হলদিয়া ও খড়গপুর-ভদ্রক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল আজ সকালে। কুয়াশার জেরে বহু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক পড়ে ঢোকে হাওড়ায়। পূর্ব রেলের হাওড়া শাখায় চলা লোকাল ট্রেনগুলিও দেরিতে চলে। এর জেরে নিত্যযাত্রীদের ভোগান্তি হলেও রেলের কিছু করার ছিল না এতে। এদিকে শুধু রেল লাইন নয়, কুয়াশার চাদরে ঢাকা ছিল গঙ্গাও। এর জেরে হুগলির কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, শেওড়াফুলি-সহ বেশ কয়েকটি জায়গায় ফেরি চলাচল বন্ধ ছিল বহুক্ষণ।
এদিকে কলকাতায় এদিন বিমান পরিষেবাও বন্ধ থাকে ভোরের দিকে। বেশ কয়েকটি বিমান অবতরণ করতে না পেরে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। অন্য কোনও বিমানও উড়ে যায়নি কলকাতা থেকে। এর জেরে বহু বিমান যাত্রীদের ভিড় জমছিল বিমানবন্দরেই। বিমানবন্দর কর্তৃপক্শ জানায়, কলকাতায় অবতরণ না করতে পারা বিমানগুলির অধিকাংশকে পাঠানো হয় রাঁচি বিমানবন্দরে।