বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > যাদুঘরে মহিলা সহকর্মীর শ্লীলতাহানি, অভিযোগ দায়ের নিউ মার্কেট থানায়

যাদুঘরে মহিলা সহকর্মীর শ্লীলতাহানি, অভিযোগ দায়ের নিউ মার্কেট থানায়

ভারতীয় যাদুঘরের ভিতরেই শ্লীলতাহানির অভিযোগ (ছবি, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

ওই ব্যক্তি মহিলা কর্মীর ভিডিও মোবাইলে তুলছিলেন। তখন ওই ব্যক্তিকে মহিলা ভিডিও তুলতে নিষেধ করেন। কিন্তু সেই নিষেধে কর্ণপাত করেননি পুরুষ সহকর্মী। তখন মহিলা মোবাইল কেড়ে নিতে যায়।

এবার ভারতীয় যাদুঘরের ভিতরেই শ্লীলতাহানির অভিযোগ উঠল। মহিলা সহকর্মীর শ্লীলতাহানি করল পুরুষ সহকর্মী বলে অভিযোগ। অফিসের মধ্যেই মহিলা সহকর্মীকে জড়িয়ে ধরার অভিযোগ উঠেছে। এই অভিযোগে সরগরম হয়ে ওঠে ভারতীয় যাদুঘর। এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, নিউ মার্কেট থানায় অভিযোগ এবং পালটা অভিযোগ দায়ের হয়েছে।

ঠিক কী অভিযোগ উঠেছে?‌ পুলিশ সূত্রে খবর, যাদুঘরের মহিলা কর্মীর অভিযোগ, কয়েকটি বিষয় নিয়ে মহিলাকে কটূক্তি করেছিলেন ওই সহকর্মী। মহিলাও তার জবাব দেন মুখেই। এই পরিস্থিতির কথা কানে যেতেই দু’জনকে যাদুঘরের উচ্চপদস্থ কর্তা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে বলেন। কিন্তু সমস্যা মেটানোর বদলে মহিলা সহকর্মীকে জড়িয়ে ধরেন পুরুষ সহকর্মী।

ঠিক কী জানা যাচ্ছে?‌ যাদুঘর সূত্রে খবর, ওই ব্যক্তি মহিলা কর্মীর ভিডিও মোবাইলে তুলছিলেন। তখন ওই ব্যক্তিকে মহিলা ভিডিও তুলতে নিষেধ করেন। কিন্তু সেই নিষেধে কর্ণপাত করেননি পুরুষ সহকর্মী। তখন মহিলা মোবাইল কেড়ে নিতে যায়। আর মোবাইল নিয়ে টানাটানির সময় পুরুষ সহকর্মী অফিসের মধ্যেই তাঁকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। তখন চিৎকার চেঁচামেচি শুরু হয়।

তারপর কী ঘটল যাদুঘরে?‌ মহিলার চিৎকারে অফিসের বাকি সহকর্মীরা এগিয়ে আসেন। উচ্চপদস্থ কর্তাদের মধ্যস্থতায় তখনকার মতো বিষয়টি থামে। কিন্তু নিউ মার্কেট থানায় সহকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন মহিলা। তখন মহিলার বিরুদ্ধেও পাল্টা হেনস্তার পালটা অভিযোগ দায়ের করেন ওই পুরুষ সহকর্মী। তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলার মুখ খবর

Latest News

বিতর্কের কোনও মানে হয় না, প্রধান বিচারপতির বাড়িতে মোদীর গণেশ বন্দনা, লিখলেন MP লাগাতার বিক্ষোভ-মিছিলে পুজোর আগে ক্ষতি ব্যবসার, পালটা পথে নামছেন হকাররা ভেজা জামাকাপড়ে স্বস্তিতে থাকতে পারছে না জুনিয়র ডাক্তাররা, হাত বাড়াল শহরবাসী বিপর্যয়ের ৪২ দিন পর বিদ্যুৎ ফিরল হিমাচলের গ্রামে, এখনও বিচ্ছিন্ন যোগাযোগ বাবা, ভাই, প্রেমিকাকে দায়ী করে ফেসবুক লাইভে এসে গঙ্গায় ঝাঁপ যুবকের, মেলেনি দেহ ‘আমিও দুজনের নামও বলেছি’,যৌন হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে কী বলেন ঋতাভরী লেভার কাপ থেকে নাম প্রত্যাহার নাদালের, এবার কি অবসর নেবেন? সোনারপুরে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি-বাড়ি পৌঁছে যাবে গ্যাস, দ্রুত গতিতে চলছে কাজ TMC-র নামে দোষ দিতে ডাক্তারদের মাথা ফাটানোর ‘প্লট’ বামেদের! ‘ভয়ংকর’ দাবি কুণালের মাটি থেকে আকাশে গেল মিসাইল, আঘাত হানল নিশানায়, পরীক্ষায় সফল হল ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.