বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শহরের বুকে ঘটছে একের পর এক পথ দুর্ঘটনা, সুরক্ষায় পৃথক তহবিল গড়ছে রাজ্য

শহরের বুকে ঘটছে একের পর এক পথ দুর্ঘটনা, সুরক্ষায় পৃথক তহবিল গড়ছে রাজ্য

কলকাতা ট্রাফিক পুলিশ।

রাজ্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগ। কারণ পথ নিরাপত্তা নিয়ে অনেক কাজ করতে হয়। সেখানে টাকার প্রয়োজন হয়। পথ দুর্ঘটনা এড়াতে নানা পদক্ষেপে বহু টাকা খরচ হয়। এবার থেকে গাইডলাইন মেনে তা আবেদন করা যাবে। রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি রয়েছে সেটা পালিত হবে সঠিকভাবে।

উত্তর থেকে দক্ষিণ—শহরের নানা প্রান্তে ঘটে চলেছে পথ দুর্ঘটনা। আর তার জেরে প্রাণ হারাতে হচ্ছে বাংলার মানুষজনকে। বেহালার খুদে পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু এখনও সকলের মনে আছে। সকালে বাবার সঙ্গে স্কুল যাচ্ছিল খুদে পড়ুয়া। আর তখন লরি পিষে দিয়ে চলে যায়। যার জন্যই এখন সব স্কুলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে এবার পথ সুরক্ষার তহবিল তৈরি করবে রাজ্য সরকার বলে খবর। পথ সুরক্ষার বিষয়ে বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এমনকী বিস্তারিত পরিকল্পনাও করে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর থেকে ফিরে গোটা বিষয়টি কার্যকর করবেন বলে সূত্রের খবর।

এদিকে শহর বুকে যে জরিমানা সংগ্রহ করা হয় তার একটা অংশ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রাপ্ত সরকারি অনুদান যোগ করেই এই তহবিল গড়ে তোলার কথা ভাবা হয়েছে। আর এই পরিকল্পনায় সম্মতি জানিয়ে দিয়েছে রাজ্যের অর্থ দফতর। এই তহবিল ব্যবহার করে পথ সুরক্ষায় একাধিক পরিকাঠামো গড়ে তোলা হবে। যাতে পথ দুর্ঘটনা ঠেকানো যায়। বলা যেতে পারে, এবার অত্যাধুনিক ট্রাফিক সিস্টেম নিয়ে এসে পথ দুর্ঘটনা রোখার পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের খবর। যদিও আগে কখনও এমন উদ্যোগ দেখা যায়নি।

 

কেমন করে গড়ে উঠবে তহবিল?‌ অন্যদিকে মোটর ভেহিকেলস বিভাগ নানা গাড়িকে আইন না মানার জন্য জরিমানা করে থাকে। সেই জরিমানার ৩০ শতাংশ, ট্রাফিক আইন না মানার জন্য স্পট ফাইনের ৩০ শতাংশ, সাংসদ এবং বিধায়ক তহবিলের একটা অংশ নিয়ে পথ সুরক্ষা তহবিল গড়ে তোলা হবে। তার সঙ্গে যুক্ত হবে একাধিক বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবি সংস্থা এবং সাধারণ নাগরিকদের অর্থ সাহায্য। তহবিলের টাকা খরচের রূপরেখা তৈরি করবে পথ সুরক্ষা কমিটি। রাস্তায় স্পিড ব্রেকার, আলো, বা আন্ডারপাস এই তহবিল দিয়ে তৈরি করতে পারবে রা‌জ্য সরকার। এই তবহিল থেকেই যাবতীয় পথ নিরাপত্তায় টাকা দেবে রাজ্য।

আরও পড়ুন:‌ সশরীরেই হাজির হতে হবে তৃণমূলের সাংসদকে, নুসরত জাহানকে নির্দেশ আদালতের

আর কী জানা যাচ্ছে?‌ রাজ্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগ। কারণ পথ সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে অনেক কাজ করতে হয়। সেখানে টাকার প্রয়োজন হয়। পথ দুর্ঘটনা এড়াতে নানা পদক্ষেপে বহু টাকা খরচ হয়। এবার থেকে গাইডলাইন মেনে তা আবেদন করা যাবে। তাছাড়া রাজ্য সরকারের যে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি রয়েছে সেটা পালিত হবে সঠিকভাবে। রাজ্যে পথচারীদের মত্যুর হার বেশি এই রিপোর্ট আসার পরই উদ্যোগ নেওয়া হয়েছে। পথ দুর্ঘটনা এবং প্রাণহানি কমাতে চায় নবান্ন।

বন্ধ করুন