বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > তৃণমূল নেত্রীর করা ধর্ষণের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন নওসাদ

তৃণমূল নেত্রীর করা ধর্ষণের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন নওসাদ

নওসাদ সিদ্দিকি।

আভিযোগকারিনীর দাবি, প্রায় দেড় বছর আগে বউবাজার থানা এলাকায় নিজের অফিসে তাঁকে ধর্ষণ করে নওসাদ। এর পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে।

ধর্ষণের অভিযোগের মামলায় ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকিকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ নওসাদের ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। তবে জামিনের শর্ত হিসাবে নওসাদকে সপ্তাহে ২ দিন বউবাজার থানায় হাজিরা দিতে হবে।

গত ৫ জুলাই তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে নিউ টাউন থানায় নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন মুর্শিদাবাদের ডোমকলের এক তৃণমূলনেত্রী। এর পর আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নওসাদ। নওসাদের মামলা গ্রহণ করার নির্দেশ দেন বিচারপতি জয়মাল্য বাগচী। সেই মামলায় নওসাদের আবেদনের ভিত্তিতে সোমবার আগাম জামিনের আবেদন মঞ্জুর করল আদালত।

আভিযোগকারিনীর দাবি, প্রায় দেড় বছর আগে বউবাজার থানা এলাকায় নিজের অফিসে তাঁকে ধর্ষণ করে নওসাদ। এর পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে। এর পর তরুণী বিয়ের জন্য চাপ দিলে তাঁকে পালটা হুমকি দিতে থাকেন নওসাদ ও তাঁর অনুগামীরা।

অভিযোগ দায়েরের পর জানা যায় অভিযোগকারিনী ডোমকলের তৃণমূল নেত্রী। দলের একাধিক নেতার সঙ্গে ছবি রয়েছে তাঁর। অভিযোগ দায়েরের খবরে নওসাদের প্রতিক্রিয়া ছিল, মিথ্য অভিযোগ। আইনে আমার ভরসা রয়েছে। নিশ্চই অভিযোগমুক্ত হব।

 

বন্ধ করুন