HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শীতের দুমাস বৃষ্টিই হল না কলকাতায়, ব্যাপারটা কী অন্যরকম? যা বললেন আবহাওয়াবিদরা

শীতের দুমাস বৃষ্টিই হল না কলকাতায়, ব্যাপারটা কী অন্যরকম? যা বললেন আবহাওয়াবিদরা

শীতকালে বৃষ্টির কিছুটা সুবিধাও রয়েছে। শীতকালে বৃষ্টি হলে অনেক সময় বাতাসে দুষণের মাত্রা কিছুটা কমে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় শীতকালে বাতাসের উপরের স্তরে দুষণের উপাদান জমতে থাকে। তবে ধীরে ধীরে তা বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে যায়

শীতের সকালে কলকাতার পার্ক ফাইল ছবি (PTI Photo/Swapan Mahapatra)

শীত প্রায় যাব যাব করছে। রোদের তাপও ক্রমশ বাড়ছে। কিন্তু আবহাওয়াবিদরা বলছেন, ডিসেম্বর, জানুয়ারি পর পর দুটো মাস চলে গিয়েছে। কিন্তু বৃষ্টির দেখা নেই বঙ্গে। বিগতদিনে শীতকালে মাঝেমধ্যে ফিসফিস করেও বৃষ্টি হয়েছে। এরপর রোদ বের হলে ফের নতুন করে শীত পড়েছে। কিন্তু এবার আবহাওয়ার পরিস্থিতি একটু অন্যরকম। এবার আর শীতকালে বৃষ্টির দেখা নেই। গোটা শীত চলে যেতে চলল। কিন্তু বৃষ্টি হল না।

আঞ্চলিক আবহাওয়া দফতরের মতে, এমন ধরনের শীতকাল অতীতে বিশেষ দেখা যায়নি। গোটা শীতকালটাই বৃষ্টিহীন অবস্থায় কেটে গেল।

এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে অনেক সময় জানুয়ারির মাঝামাঝি বৃষ্টি হয়। কিন্তু এবার সেটাও হয়নি। তবে আবহাওয়াবিদরা বলছেন, গত মাসে একাধিকবার পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছিল। তার জেরে মেঘ ও কুয়াশাও তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত আর বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কুয়াশা আর মেঘের উপর দিয়েই দিনগুলো কেটে যায়। কিন্তু শীতকালীন বৃষ্টির আর কোনও ব্যাপার নেই।

সাধারণত মকর সংক্রান্তির সময় প্রতিবারই বঙ্গে বৃষ্টি হতে থাকে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। কিন্তু এবার আর সেই পরিস্থিতি নেই। এবার বৃষ্টি হল না বঙ্গে। মকল সংক্রান্তি কেটে গিয়েছে। কিন্তু বৃষ্টি হল না বাংলায়।

অনেক সময় বিহার, ওড়িশা, ঝাড়খন্ডের আকাশেও মেঘ তৈরি হয়। সেই মেঘ উড়ে আসে বাংলায়। সেই মেঘ থেকে হালকা বৃষ্টির প্রবণতা থাকে শীতকালে। তবে এবার আর সেই পরিস্থিতিও তৈরি হল না। ঠান্ডা এল, কুয়াশা এল কিন্তু বৃষ্টি এল না। বৃষ্টিহীনই থেকে গেল গোটা শীতকাল।

তবে আর এমসির ডিরেক্টর জিকে দাস একটি ইংরেজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মধ্য়ভারতে এবার এই সিস্টেমটা তৈরি হয়েছিল। কিন্তু সেটি থেকে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে এই পরিস্থিতিটা খুব স্বাভাবিক নয়।

এদিকে শীতকালে বৃষ্টির কিছুটা সুবিধাও রয়েছে। শীতকালে বৃষ্টি হলে অনেক সময় বাতাসে দুষণের মাত্রা কিছুটা কমে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় শীতকালে বাতাসের উপরের স্তরে দুষণের উপাদান জমতে থাকে। তবে ধীরে ধীরে তা বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে যায়। কিন্তু এবার শীতকালে সেই সুযোগটাই তৈরি হয়নি। বৃষ্টি না হওয়ায় দুষণ কমার সুযোগ হয়নি এবার শীতকালে। তবে অন্যদিকে শীতকালে বৃষ্টির বৃদ্ধি পেলে আবার রবিশষ্যের চাষে সমস্যা তৈরি হয়।

 

বাংলার মুখ খবর

Latest News

দেবের হয়ে প্রচারের জন্য কাঞ্চনের ডাক, 'কল্যাণ'-বিতর্কের পর ঘাটালে যাবেন কি তিনি টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা 'চকোলেট বোমা ফাটনে সেভি এনএসজি..য্যায়সে কোই যুদ্ধ হো রাহা হ্যায়', তোপ মমতার দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে ‘বিস্ফোরক হলফনামা’ কেন্দ্রের, ফের দুর্নীতি? MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI 'বউয়ের 'স্ত্রীধন' নিয়ন্ত্রণে রাখতে পারেন না স্বামী', রাস্তা দেখাল সুপ্রিম কোর্ট বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ MI-এর পঞ্চম ব্যাটার হিসেবে IPL-এ ছক্কার সেঞ্চুরি সূর্যর, বাকিরা কারা?

Latest IPL News

টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.