মাদককাণ্ডে জামিনপ্রাপ্ত নেত্রী পামেলা গোস্বামী পদে ফেরাল বিজেপি। তাঁকে ভারতীয় জনতা যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ করা হয়েছে। আর রাজ্য নেতৃত্বের এই পদক্ষেপে বিজেপির অন্দরেই তৈরি হয়েছে অসন্তোষ। দলের একাংশের দাবি, দাগি নেত্রীকে পদে ফেরানোয় দলের ভাবমূর্তি খারাপ হবে বলে আশঙ্কা তাঁদের।
বুধবার বিজেপির তরফে জারি এক বিজ্ঞপ্তিতে পামেলাকে যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়। তার পরই শুরু হয়েছে বিতর্ক। যদিও পামেলা জানিয়েছেন, ‘গত বছর একটা বিতর্কে আমার নাম জড়িয়েছিল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ১০ মাস জেলে লড়াই করেছি। কিন্তু আত্মসমর্পণ করিনি। দল আমার লড়াইকে স্বীকৃতি দিল। আমি দায়িত্ব পালনের চেষ্টা করব।’
এই নিয়ে যুব মোর্চার সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খাঁ বলেন, ‘কলকাতা পুলিশের চার্জশিটে তার নাম নেই। আদালত জানিয়েছে তার কাছে মাদক পাওয়া যায়নি। তাই পামেলা গোস্বামীকে আবার দায়িত্বে আনা হয়েছে।’
মাদককাণ্ডে জামিনপ্রাপ্ত নেত্রী পামেলা গোস্বামী পদে ফেরাল বিজেপি। তাঁকে ভারতীয় জনতা যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ করা হয়েছে। আর রাজ্য নেতৃত্বের এই পদক্ষেপে বিজেপির অন্দরেই তৈরি হয়েছে অসন্তোষ। দলের একাংশের দাবি, দাগি নেত্রীকে পদে ফেরানোয় দলের ভাবমূর্তি খারাপ হবে বলে আশঙ্কা তাঁদের।
বুধবার বিজেপির তরফে জারি এক বিজ্ঞপ্তিতে পামেলাকে যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়। তার পরই শুরু হয়েছে বিতর্ক। যদিও পামেলা জানিয়েছেন, ‘গত বছর একটা বিতর্কে আমার নাম জড়িয়েছিল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ১০ মাস জেলে লড়াই করেছি। কিন্তু আত্মসমর্পণ করিনি। দল আমার লড়াইকে স্বীকৃতি দিল। আমি দায়িত্ব পালনের চেষ্টা করব।’
এই নিয়ে যুব মোর্চার সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খাঁ বলেন, ‘কলকাতা পুলিশের চার্জশিটে তার নাম নেই। আদালত জানিয়েছে তার কাছে মাদক পাওয়া যায়নি। তাই পামেলা গোস্বামীকে আবার দায়িত্বে আনা হয়েছে।’
|#+|
গত বছর ১৭ ফেব্রুয়ারি মাদক পাচারের অভিযোগে পামেলা গোস্বামীকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে কোকেন পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। এর পর পামেলে আরেক বিজেপি নেতা রাকেশ সিংয়ের নাম নেন। রাকেশ সিংকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু পামেলার বিরুদ্ধে দোষ প্রমাণ করতে পারেননি তদন্তকারীরা। ফলে ১০ মাস জেলবন্দি থাকার পর নভেম্বরে জামিন পান পামেলা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ২টি পুরস্কারও পেয়েছেন তিনি।