বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌জানতাম আমরা যে তৃণমূল ক্ষমতায় আসবে’‌, ফলাফলের পর বললেন অধীর চৌধুরী

‘‌জানতাম আমরা যে তৃণমূল ক্ষমতায় আসবে’‌, ফলাফলের পর বললেন অধীর চৌধুরী

কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (ফাইল ছবি এএনআই) (Saikat Paul)

তারপর বিরোধীদের নানা অভিযোগ তুলতে হয়েছে সন্ত্রাসের বাতাবরণ কায়েম হয়েছিল বলেই মনে করেন অধীরবাবু।

কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার দেখেছে গোটা বাংলা। বিজেপি সেখানে গো–হারা হয়েছে। বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আর কংগ্রেস আগের থেকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের একগুচ্ছ অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

ঠিক কী বলেছেন তিনি?‌ এদিন অধীর চৌধুরী বলেন, ‘‌কলকাতা পুরসভা নির্বাচনের ফলপ্রকাশ হল। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এল। সবাই জানতাম আমরা যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। কারণ, কয়েক মাসেই আগেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে জিতে এসেছে। তৃণমূল কংগ্রেস কলকাতায় ক্ষমতায় আসবে, এটা নিশ্চয়ই তাঁরাও জানত, আমরাও জানতাম। কিন্তু আমরা ভরসা রাখতে চেয়েছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির উপর। প্রতিশ্রুতি ছিল, বাংলায় নির্বাচনে সন্ত্রাস হবে না। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন।’‌ তারপর বিরোধীদের নানা অভিযোগ তুলতে হয়েছে সন্ত্রাসের বাতাবরণ কায়েম হয়েছিল বলেই মনে করেন অধীরবাবু।

কংগ্রেস এই নির্বাচনে দুটি আসন পেয়েছে। বিধানসভা নির্বাচনে একটিও পায়নি। তাঁর কথায়, ‘‌আমরা দেখলাম, সেই আশা প্রত্যাশাকে ভুলুণ্ঠিত করে, তৃণমূল কংগ্রেস নিজেদের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কলকাতার প্রশাসনকে, কলকাতার নির্বাচন কমিশনারকে নিজেদের মতো করে পরিচালনা করে সেই সন্ত্রাস, সেই ছাপ্পা ভোট, সেই মারামারি, গ্রেফতার, রক্তারক্তি, বোমাবাজি—দেখলেন বাংলার মানুষ। এটার কি কোনও দরকার ছিল? সবাই জানত আপনি জিতবেন।’‌

কংগ্রেসের এই ফল নিয়ে কী বললেন অধীর?‌ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‌আমরা লড়েছিলাম আমাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য। ১৪৪টি আসনের মধ্যে ১২১টি আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম। তার মধ্যে আমরা ৫০–৬০টা আসনে লড়াই করতে চেয়েছিলাম। আশা করেছিলাম, ১০–১২টা আসনে আমরা জিতব। যদি বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হতো, আজও দায়িত্ব নিয়ে বলছি, ১০–১২টা আসনে জেতার প্রবল সম্ভাবনা আমাদের ছিল। তাই আমরা ১৫টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছি। কংগ্রেসের প্রার্থীকে নগ্ন করে মারা হয়েছে। বাংলার দিদি কিছু দেখছেন না আপনি?’‌

বন্ধ করুন