বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাংলার রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই,কলকাতা জয়ের পরে বার্তা অভিষেকের

বাংলার রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই,কলকাতা জয়ের পরে বার্তা অভিষেকের

পুরপ্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় (PTI)

বাংলার রাজনীতিতে যে ঘৃণা এবং হিংসার কোনও জায়গা নেই তা আরও একবার প্রমাণ করলেন কলকাতার মানুষ। এই বিপুল জয়ের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।

পুরভোটে উত্তর থেকে দক্ষিণ কলকাতা সর্বত্রই সবুজ ঝড়। মঙ্গলবার ভোট গণনার প্রথম থেকেই প্রত্যাশামতোই পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল। এই বিপুল জয়লাভের পরেই কলকাতার মানুষকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বিপুল জয় লাভের পর কলকাতাবাসীকে

শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতার মানুষকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট তিনি লেখেন,' বাংলার রাজনীতিতে যে ঘৃণা এবং হিংসার কোনও জায়গা নেই তা আরও একবার প্রমাণ করলেন কলকাতার মানুষ। এই বিপুল জয়ের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ' একইসঙ্গে কলকাতাবাসীকে তৃণমূল যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি জানান,' আপনাদের উন্নতির জন্য আমরা আমাদের লক্ষ্যপূরণে স্থির থাকব।'

অন্যদিকে, এই জয়লাভকে গণতন্ত্রের জয় বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,' কলকাতার মানুষ যেভাবে আমাদের সমর্থন জানিয়েছেন আমি মনে করি এটি গণতন্ত্রের জয়। কলকাতা এবং বাংলাই সারা দেশকে পথে দেখিয়ে সারা দেশকে গর্বের দিকে নিয়ে যাবে।'

পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট থেকে শুরু করে ইভিএম মেশিন ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছিল। সে প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভষেক বন্দোপাধ্যায় বলেছিলেন, ' তৃণমূলের কেউ অশান্তি করে থাকলে তাহলে তার প্রমাণ দিন। ২৪ ঘন্টার মধ্যে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।' আজ মঙ্গলবার সকাল থেকেই জয়ের উৎসব দেখা গেছে তৃণমূলের প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে। তবে ভালো ফল না হওয়ার আঁচ আগেই করেছিলেন বিজেপি নেতারা। এই কারণে সকাল থেকে এদিন বিজেপি দফতর ফাঁকা থাকতে দেখা গিয়েছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য দাবি করেন,' যেভাবে ভোট করানো হয়েছে তাতে এই ফল হবে এটাই স্বাভাবিক।'

বন্ধ করুন