শুক্রবার ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল পাটুলিতে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ির ধাক্কা মারল বাসের পিছনে। তার জেরে ঘটনাস্থলে মৃত্যু হল একজনের। আহত আরও চারজন। দক্ষিণ কলকাতা বৈষ্ণবঘাটা–পাটুলি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তে নেমেছে পাটুলি থানার পুলিশ।
ঠিক কী ঘটেছে পাটুলিতে? স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাস। সেখানে পিছন থেকে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি। ঘটনাস্থলেই একজন মাঝবয়সি ব্যক্তির মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সজোরে ধাক্কা মারায় গাড়িটি দুমড়ে–মুচড়ে যায়। তাতে ছিল মোট পাঁচজন যাত্রী।
পুলিশ সূত্রে খবর, বাঘাযতীন উড়ালপুল দিয়ে গড়িয়ার ঢালাই ব্রিজের দিকে যাচ্ছিল গাড়িটি। তবে তার গতি অনেকটাই বেশি ছিল। তাই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। চালকের মৃত্যু হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। নিহত–আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এই দুর্ঘটনার জেরে যানজট তৈরি হয় এলাকায়। তার জেরে ব্যাপক অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। অফিস যাচ্ছেন সকালে বহু মানুষ। তাঁদের দেরি হয়ে যায়। পরে অবশ্য গড়িয়ার ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস–গাড়িটিকে উদ্ধার করে। কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়। কী কারণে এই দুর্ঘটনা? তদন্তে নেমেছে পুলিশ।