প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্য়ায়ের নামে কলকাতার একটি পার্ক ও রাস্তার নামকরণের নির্দেশ দিলেন খোদ মুখ্য়মন্ত্রী। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে তিনি এই বিষয়টি জানাবেন। চেতলা অগ্রণীর পুজো উদ্বোধনে গিয়ে তিনি স্মরণ করলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়কে। এদিকে বিগতদিনে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও প্রণব মুখোপাধ্য়ায়ের সম্পর্ক অত্যন্ত নিবিড় ছিল। কার্যত প্রণবদার কথা স্মরণ করলেন বোন মমতা।
তিনি জানিয়েছেন, আমি ববিকে বলব একটি রাস্তা ও একটি পার্কের নাম প্রণব মুখোপাধ্য়ায়ের স্মৃতিতে করতে। সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্য়ায়, দ্বিজেন মুখোপাধ্যায়, নির্মলা মিশ্রের নামেও রাস্তা ও পার্কের নামকরণ করার কথা বলেন তিনি।
বাংলার রাজনীতির অলিন্দে বিরোধ থাকলেও প্রণব মুখোপাধ্য়ায় ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মধ্যে পারস্পরিক সৌজন্য়তা ছিল অত্যন্ত চর্চার বিষয়। দুজনেরই একেবারে বর্ণময় রাজনৈতিক জীবন। শুধু কংগ্রেস নেতা হিসাবে, কিংবা কংগ্রেস জমানার মন্ত্রী হিসাবে নয়, প্রণব মুখোপাধ্য়ায়কে দেশ চেনে প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবেও।
মমতা বন্দ্যোাধ্য়ায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন, আপনার উদ্যোগের জন্য় অনেক ধন্য়বাদ। আমার অনুরোধ রক্ষার জন্য চির কৃতজ্ঞ থাকব।