বিয়ে ভাঙে কিন্তু প্রেম কি ফুরিয়ে যায়? সেই প্রশ্ন ফের উস্কে দিল আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের ভাইরাল ভিডিয়ো। দাম্পত্য না টিকলেও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই আমিরের সম্পর্ক আজও অটুট। চলতি বছরের গোড়াতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আমির খানের মেয়ে ইরা। তাঁর বিয়ের আসরেও উঠে এসেছে সেই ঝলক।
ইরার বিয়েতে তাঁর দুই মা পাশাপাশি উপস্থিত থেকেছেন। মেয়ের ‘বিদাই’-এর সময় চোখ ছলছল করেছে আমিরের। সান্ত্বনা দিয়েছেন রিনা। বছরের শুরুতে নুপূর শিখরের সঙ্গে উদয়পুরে হোয়াইট ওয়েডিং সারেন ইরা খান। ইরা নিজের বিয়ের নতুন ভিডিও শেয়ার করেছেন, যেখানে আমির খান, প্রাক্তন স্ত্রী রীনা দত্তকে একসঙ্গে নাচতে দেখা গেছে। ভিডিওতে, ইরা এবং নূপুরকে বন্ধুবান্ধব এবং অন্যান্য উপস্থিতদের সাথে দুর্দান্ত সময় কাটাতে দেখা গেল।
বিয়ের নতুন ভিডিও শেয়ার করেছেন ইরা
ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছেন ইরা, যা তাদের প্রাক-বিবাহ উৎসবের কিছু মজার মুহূর্ত দিয়ে সাজানো। বরপক্ষ ও কনেপক্ষের ফুটবল ম্যাচ-সহ নানান মজাদার খেলা, দুই লাভ বার্ডসকে নিয়ে ঘনিষ্ঠ বন্ধুরা আবেগময় বক্তৃতা শুনে আবেগঘন ইরা-নূপুর।
ইরা এবং নূপুরকে একটি চুম্বন ভাগ করে নেওয়া হয়েছিল এবং নাচতে দেখা গেছে। প্রাক্তন স্ত্রী রীনা দত্তের সঙ্গে হাত মিলিয়ে নাচতেও দেখা গিয়েছে আমিরকে। আমির ও ইরাকে শক্ত করে জড়িয়ে ধরেন আমির ও ইরা। কিরণ রাও উপস্থিত ছিলেন, এবং ভাগ করে নিয়েছিলেন যে যখনই তিনি তাদের দেখেন, তিনি 'সুরক্ষা' বোধ করেন। আমির এও জানিয়েছেন যে ইরা এবং নূপুর দুজনেই কতটা গভীরভাবে সম্পর্কযুক্ত।
অনেকেই হয়ত জানেন না, ভালোবেসে ১৯ বছরের রিনাকে বিয়ে করেছিলেন বছর ২১-এর ঝকঝকে যুবক আমির। তাঁদের প্রেম কাহিনি কোনও ফিল্মের গল্পের চেয়ে কম রোমাঞ্চক নয়। পাশের বাড়ির মেয়ে রিনার সৌন্দর্যে ছেলেবেলা থেকেই বুঁদ ছিলেন আমির। ঠায় জানলার ধারে ওত পেতে বসে থাকতেন রিনার এক ঝলক পাওয়ার জন্য।
সাহস করে মনের কথা বলেও ছিলেন। কিন্তু সটান ‘না’ বলে দেন রিনা। বার কয়েক প্রোপোজ করার পরেও রিনা তরফে নেতিবাচক জবাবই এসেছিল। রক্ত দিয়ে প্রেমপত্র লেখার পাগলামিও করেছিলেন আমির, আরও রেগে যান রিনা। কিন্তু মন গলতে বেশি সময় লাগেনি। আমিরকে ভালোবাসার কথা শেষমেশ স্বীকার করে নেন রিনা। দেরি করেননি আমির। নিকাহ সেরে ফেলেছিলেন ফিল্মি কেরিয়ারের একদম গোড়ায়। তখনও মুক্তি পায়নি কয়ামত সে কয়ামত তক। ১৯৮৬ সালে বিয়ে হয়েছিল রিনা-আমিরের। ২০০২ সালে ১৬ বছর দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন দুজনে। তাঁদের দুই সন্তান ইরা খান ও জুনেইদ খান।