সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত, তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহান গ্রেফতার না হওয়ায় মঙ্গলবার ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়র রাজ্য পুলিশ। এদিন শাহজাহানের গতিবিধির ওপর নজর রাখতে তার সরবেড়িয়ার বাড়ি সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন নিয়ে বুধবার রায় শোনাতে পারে আদালত।
এদিন আদালতে শুনানি শুরু হলে বিচারপতি সেনগুপ্ত বলেন, ঘটনার পর থেকে ১১ দিন কেটে গেল। এখনও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারল না পুলিশ। এর থেকেই বোঝা যায় অভিযুক্ত কতটা প্রভাবশালী। বিচারপতির ক্ষোভ সামাল দিতে রাজ্যের আইনজীবী বলেন, এই ঘটনায় সোমবার রাতে পুলিশ আরও ৩ জনকে গ্রেফতার করেছে। এর ফলে গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ৭। তাছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগ করতে চলেছে পুলিশ।
ওদিকে এদিন শাহাজানের গতিবিধি জানতে তার সরবেড়িয়ার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন বিচারপতি সেনগুপ্ত। বলেন, যত দ্রুত সম্ভব ক্যামেরা বসাতে হবে। ক্যামেরার সমস্ত ফুটেজ সংরক্ষণ করতে হবে পুলিশকে।
সন্দেশখালি কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ED. সোমবার সেই মামলার শুনানিতে বিস্ময় প্রকাশ করে বিচারপতি সেনগুপ্ত বলেন, যেখানে FIRএ স্পষ্ট উল্লেখ রয়েছে যে ইঁট ও লাঠি দিয়ে মারা হয়েছে, তার পরেও খুনের চেষ্টার ধারা দেওয়া হয়নি কেন?
ওদিকে এদিন ফের শুভেন্দু অধিকারী দাবি করেছেন, শেখ শাহজাহানকে সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে লুকিয়ে রেখেছে পুলিশই।