বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC Scam- অযোগ্যদের বরখাস্ত করতেই হবে, এক সুরে দাবি বাম - কং - বিজেপির

SSC Scam- অযোগ্যদের বরখাস্ত করতেই হবে, এক সুরে দাবি বাম - কং - বিজেপির

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Utpal Sarkar)

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘আদালতের নির্দেশ মতো বেআইনি ভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের সরকারকে বরখাস্ত করতে হবে। নইলে গলায় গামছা দিয়ে সরকারকে টেনে পথে নামানো হবে’।

আদালতের নির্দেশে অবৈধভাবে নিযুক্ত প্রার্থীদের বরখাস্ত করতে হবে সরকারকে। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর এক সুরে বলল বাম – বিজেপি কংগ্রেস। সঙ্গে তাদের দাবি, দুর্নীতির পরিমান আরও বেশি।

এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘শুধু SSC, গ্রুপ সি আর গ্রুপ ডি মিলে ১০,০০০এর বেশি বেআইনি নিয়োগ হয়েছে। হাইকোর্ট যা বলেছে সবারই মানা উচিত। এরা সব টাকার বিনিময়ে ঢুকেছেন। সেই টাকাগুলো ফেরত নিন। নেতাদের বাড়িতে, দালালদের বাড়িতে যান। টাকা কী করে ফেরত হবে সেটা ওরা বুঝবে। মালের দায়িত্ব আরোহীর’।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘আদালতের নির্দেশ মতো বেআইনি ভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের সরকারকে বরখাস্ত করতে হবে। নইলে গলায় গামছা দিয়ে সরকারকে টেনে পথে নামানো হবে’।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘এখনো তথ্য গোপন করা হচ্ছে। সংখ্যা আরও বেশি। সরকার যখন দেখছে যে মুখ দেখানো যাচ্ছে না, তখন এদিক ওদিক করে মানুষকে আরেকবার মুখ দেখানোর জন্য দেখাচ্ছে যে আমরা কত সৎ’।

এদিন SSC নিয়োগ দুর্নীতির ফরেন্সিক রিপোর্ট আদালতে পেশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েও ৫৩ পেয়েছেন এক প্রার্থী। এরকম একাধিক উদাহরণ উঠে এসেছে ফরেন্সিক তদন্তে।

 

বন্ধ করুন