আগামী বছরের ১৮ জানুয়ারি শুরু হচ্ছে ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সেই বইমেলায় এবার অংশগ্রহণ করতে চলেছে একাধিক নতুন প্রকাশনা সংস্থা। ইতিমধ্যেই তারা এ বিষয়ে পাবলিশার্স অ্যান্ড বুল সেলার্স গিল্ডের কাছে আবেদন জানিয়েছেন। তাদের কথা মাথায় রেখেই এবার নতুন প্রকাশকদের জন্য স্টলের সংখ্যা বাড়ানো হচ্ছে। জানা যাচ্ছে, এবার ৫০ থেকে ৬০ জন নতুন প্রকাশনা সংস্থা বইমেলায় অংশগ্রহণের কথা জানিয়েছে। ফলে বইমেলায় এবার স্টলের সংখ্যাও বাড়বে।
আরও পড়ুন: শুরু হতে চলেছে কলকাতা বইমেলা, এবারের থিম কান্ট্রি গ্রেট ব্রিটেন, কবে মেলা?
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড সূত্রে জানা গিয়েছে, গতবার ১০০ ফুটের স্টলকে অর্ধেক করে ৫০ ফুটের স্টলের ব্যবস্থা করেছিল নতুন প্রকাশকরা। এবার তাদের অনেকেই বইমেলায় বড় করে স্টল দিতে চাইছেন। তাই তাদের জন্য এবার বইমেলার জায়গার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে। জানা গিয়েছে, গতবার যে সমস্ত নতুন প্রকাশ সংস্থা। বইমেলায় অংশগ্রহণ করেছিলেন তাদের ভালোই বই বিক্রি হয়েছিল। তা দেখেই উৎসাহিত হয়ে এবার তারা বড় আকারে স্টল করতে চাইছে। পাশাপাশি অন্যান্য নতুন প্রকাশকরাও উৎসাহিত হয়েছেন। তারা এখন নিজেদের অস্তিত্ব জানাতে চাইছে।
গিল্ড সূত্রের খবর, নতুন প্রকাশনা সংস্থাগুলির বইয়ের সংখ্যাও এবার বেড়েছে। নতুন নতুন বিষয়ের উপরে বই নিয়ে আসছে তারা। যার মধ্যে অনেক বই উদ্বোধন হবে বইমেলায়। সেই কারণে বইগুলি সামনে রাখার জন্য এবার তারা অনেকেই বড় জায়গা চাইছেন। এর পাশাপাশি এবারের বইমেলায় লিটল ম্যাগাজিনের টেবিলের সংখ্যাও বাড়ানো হবে বলে গিল্ডের তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বইমেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। সেখানে নিরাপত্তার জন্য দমকলের গাড়ি ঢোকার ব্যবস্থা রাখা হয়। তাহলে কীভাবে নির্দিষ্ট জায়গার মধ্যে স্টল বাড়ানো সম্ভব? সে বিষয়ে গিল্ডকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যেই তা নিয়ে সমীক্ষা শুরু হয়ে গিয়েছে। কীভাবে স্টল বাড়ানো যায় তা নিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। সে ক্ষেত্রে যেখানে ফুড কোর্ট ছিল সেখানে স্টল বসানো যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এবারের বইমেলা ১৮ জানুয়ারি থেকে শুরু হবে এবং তা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মূলত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বোর্ডের পরীক্ষার কথা মাথায় রেখেই বইমেলা এগিয়ে আনা হয়েছে। ছুটির দিন হিসেবে ২৩ জানুয়ারি এবং ২৬ জনুয়ারি থাকছে। ফলে ওই দুদিন সবচেয়ে বেশি ভিড় হবে বলে মনে করা হচ্ছে। গতবার বইমেলায় ২৬ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। সেবার ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। সে ক্ষেত্রে শুধু ২৬ জানুয়ারিতে ছুটি ছিল। ফলে এবার বই বিক্রি বাড়বে বলেই আশা গিল্ডের।