চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে কাজ করার জন্য পরিচিত রূপালী গঙ্গোপাধ্যায় এবার প্রস্তুত তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করতে। সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী দিল্লিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান রূপালীর
দিল্লির সদর দফতর থেকে সাংবাদিক সম্মেলনে রূপালী বলেন, ‘নাগরিক হিসাবে আমাদের সকলকে এই নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। মাহকাল এবং মাতারানির আশীর্বাদে আমি আমার শিল্পের মাধ্যমে মানুষের সঙ্গে দেখা করতে এবং সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি। তাই উন্নয়নের এই মহাযজ্ঞ দেখলে আমার মনে হয় আমারও এতে অংশ নেওয়া উচিত।’
আরও পড়ুন: রামপ্রসাদ শেষের পর সব্যসাচীর ছোট পর্দায় ফেরার খবর তুঙ্গে, কোন মেগায় থাকছেন তিনি?
বিজেপিতে যোগ দেওয়ার পর ভক্তদের আশীর্বাদ চাইলেন রূপালি
অনুপমা দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন বাঙালি নায়িকা রূপালী গঙ্গোপাধ্যায়। এদিন ভোটে দাঁড়ার পর তাঁকে বলতে শোনা যায়, ‘আমি এখানে এসেছি যাতে মোদীজির পদাঙ্ক অনুসরণ করতে পারি এবং দেশের সেবা করতে পারি। অমিত শাহজির নেতৃত্বে আমি এগিয়ে যেতে চাই এবং যারা আমাকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যেতে চাই। তাই আপনাদের আশীর্বাদ ও সমর্থন চাই, আরও বেশি করে। আপনাদের আশীর্বাদ পেলে আমি যা কিছু করি, তা সঠিক ও ভালোভাবে করতে পারব। আমি যদি কোন ভুল করে থাকি তাহলে আমাকে জানাবেন, আপনারা সবাই আছেন আমাকে পথ দেখানোর জন্য।’
আরও পড়ুন: ভোটপ্রচারে গুরুতর অসুস্থ সোহম চক্রবর্তী, ভর্তি হলেন হাসপাতালে, দেখতে ছুটলেন দেব
আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা! অঙ্কিতার হাত ভাঙতে যা করল ভিকি, ভিডিয়ো দেখে সবাই হতবাক
রূপালী বর্তমানে স্টার প্লাসের বিখ্যাত সিরিয়াল 'অনুপমা'-তে নাম ভূমিকায় অভিনয় করছেন। গত দু বছরেরও বেশি সময় ধরে চলছে এই সিরিয়াল। বেশ ভালো ফল করছে টিআরপি-তেও। এর আগে সারাভাই ভার্সেস সারাভাই-তে দেখা গিয়েছিল রূপালীকে।