চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ‘অ্য়াংরি র্যান্টম্যান’-কে শ্রদ্ধা জানানো হবে। চেলসির অপর এক ফ্যান এবং ‘TheChelsSocial’-প সহ-মালিক টম ওভারেন্ড দাবি করেছেন যে আগামী রবিবার যখন ঘরের মাঠে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে নামবে চেলসি, তখন ‘অ্য়াংরি র্যান্টম্যান’ অভ্রদীপ সাহাকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাচের অনুষ্ঠানে ‘অ্য়াংরি র্যান্টম্যান’-র নাম থাকবে। ‘অ্য়াংরি র্যান্টম্যান’-কে শ্রদ্ধা জানাতে হাফ-টাইমের সময় তাঁর নাম ঘোষণা করা হবে বলে দাবি করেছেন টম। যিনি চেলসির একেবারে অন্ধভক্ত ছিলেন। তবে বিষয়টি নিয়ে আপাতত চেলসি কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।
তবে টম নিজে চেলসিকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, 'এভাবে শ্রদ্ধা জানানোর বিষয়টি বাস্তবায়িত করার জন্য চেলসি ফুটবল ক্লাবের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। (অ্য়াংরি র্যান্টম্যানকে) যাতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা যায়, সেটার ক্ষেত্রে ওরা (চেলসি ক্লাব কর্তৃপক্ষ) খুব সাহায্য করেছে। আমি চেলসি ক্লাব কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাতে চাই।' সেইসঙ্গে তিনি বলেন, ‘স্ট্যামফোর্ড ব্রিজে যে একজন দুর্দান্ত মানুষকে শেষ শ্রদ্ধা জানানো হবে, সেটার জন্য আমি খুব খুশি।’
চেলসির পাশাপাশি টমকেও ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, 'টম এবং যে যে মানুষরা এটা সম্ভব করে তুলেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। অ্য়াংরি র্যান্টম্যান অসামান্য ব্যক্তি ছিলেন। উনি চেলসিকে খুব ভালোবাসতেন। আমি খুব খুশি, উনি যে মাঠ এবং যে ক্লাবটাকে ভালোবাসতেন, সেই মাঠ ও ক্লাবে তাঁকে শেষ বিদায় জানানো হবে।' অপর এক নেটিজেন বলেন, ‘দুর্দান্ত কাজ করেছ টম। আমি আশা করছি যে ওর পরিবারের কষ্টটা কিছুটা লাঘব হবে।’
‘অ্য়াংরি র্যান্টম্যান’-র প্রয়াণ
১৯৯৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ। যিনি ‘অ্য়াংরি র্যান্টম্যান’ হিসেবেই মূলত পরিচিত ছিলেন। গত ১৬ এপ্রিল প্রয়াত হয়েছেন তিনি। চিকিৎসরা আপ্রাণ চেষ্টা করলেও মাল্টি-অর্গ্যান ফেলিয়োরের কারণে তাঁকে আর বাঁচানো যায়নি। চেলসিকে নিয়ে তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে গিয়েছিল। তারপর থেকেই ‘অ্য়াংরি র্যান্টম্যান’ নামে জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভ্রদীপ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।