পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন সেই সময় স্বাস্থ্য কমিশনের ধাঁচে গড়া হয়েছিল শিক্ষা কমিশন। সেই কমিশনে ছিল বেসরকারি স্কুলের প্রতিনিধিও। কিন্তু সেই কমিশনকে কার্যকরী করা যায়নি। এবার আবারও শিক্ষা কমিশন গঠনে উদ্যোগী হল রাজ্য সরকার।
গত বুধবার নবান্নে যে বৈঠক ছিল, সেই বৈঠকে গরমের ছুটি দেওয়ার বিষয়টি ওঠে। সরকার ২ তারিখ থেকে গরমের ছুটি ঘোষণা করেছে। কিন্তু অনেক বেসরকারি সেই নির্দেশ মানছে না। স্কুলগুলিকে কী ভাবে সরকারি নির্দেশিকা মানতে বাধ্য করা যায় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। বেসরকারি স্কুলের ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রস্তাব দেন একটি কমিশন গঠনের। যে কমিশন বেসরকারি স্কুলগুলির উপর নজরদারি রাখবে।
মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিবকে এই কমিশন গঠনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন। শিক্ষা দফতরের সূত্রে খবর, ইতিমধ্যেই কমিশন গঠনের উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। বেসরকারি স্কুলে ফি কাঠামো নিয়ে এই কমিশন পদক্ষেপ করতে পারবে। স্কুলের গাড়ি বা বাসের ভাড়ার উপরও কমিশন নজর রাখবে। এ ছাড়া স্কুলের বিরুদ্ধে যদি কোনও অভিযোগ আসে তবে তা খতিয়ে দেখবে এই কমিশন। প্রয়োজনে পদক্ষেপও করতে পারবে।
তবে এই কমিশনে কাদের রাখা হবে তা জানা যায়নি। এর আগে যে শিক্ষা কমিশন গঠন করা হয় তাতে বেসরকারি স্কুলের প্রতিনিধিদের রাখা হয়েছিল। এবার সে রকম কাউকে রাখা হবে কি না তা জানা যায়নি। শিক্ষা দফতরের এক কর্তা জানিয়েছেন, আগের কমিশনের সঙ্গে এই কমিশনের কোনও সম্পর্ক নেই। সব কিছু একেবারে নতুন করে গঠন করা হবে।
আগের কমিশনের সঙ্গে ফি কাঠামো নিয়ে জটিলতা তৈরি হয় বেসরকারি স্কুলগুলির। তারা নিজের স্বাধীনতার পক্ষে সওয়াল করতে শুরু করে। এবার সব দিক ভেবেচিন্তে কমিশন গঠন করা হচ্ছে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।