কালীঘাটের কাকু মোটেও অসুস্থ নন। তাঁ অসুস্থতার গল্প বানানো হচ্ছে। আদালতে ভিডিয়ো পেশ করে এই দাবি করল ইডি। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সুজয়কৃষ্ণের জামিনের মামলার শুনানি ছিল। সেখানে SSKM কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে ED.
নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩১ মে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জামিনের আবেদন করেন তিনি। শুক্রবার মামলার শুনানিতে সুজয়কৃষ্ণ অসুস্থ। তাঁর হৃদযন্ত্রে একাধিক সমস্যা ধরা পড়েছে। তাই তাঁকে জামিন দেওয়া হোক।
এই দাবি খারিজ করে EDর আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেন, সুজয়কৃষ্ণের অসুস্থতা আসলে বানানো গল্প। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। প্রতিবার কণ্ঠস্বরের নমুনা নিতে ইডি হাসপাতালে গেলেই তাঁকে অসুস্থ সাজানো হয়। গত ৮ নভেম্বর একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচারিত একটি ভিডিয়োয় স্পষ্ট দেখা যাচ্ছে তিনি সুস্থ।
সেই ভিডিয়োকে ডিজিটাল এভিডেন্স হিসাবে গ্রহণ করতে আদালতের কাছে আবেদন জানান ইডির আইনজীবী। তবে এব্যাপারে নিজেদের সিদ্ধান্ত এখনও জানায়নি আদালত।
বলে রাখি, বৃহস্পতিবার SSKM সূত্রে জানা যায়, কালীঘাটের কাকুর হৃদযন্ত্রে ফের ব্লক ধরা পড়েছে। সেজন্য তাঁকে আবার অস্ত্রোপচার করাতে হতে পারে। তবে ইডির দাবি, পুরোটাই সাজানো গল্প।