বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Amit-Suvendu: শাহী দরবারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, ডিসেম্বর মাসেই কি চূড়ান্ত ক্লাইম্যাক্স?

Amit-Suvendu: শাহী দরবারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, ডিসেম্বর মাসেই কি চূড়ান্ত ক্লাইম্যাক্স?

শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। (ANI)

এই সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন শুভেন্দু বলে সূত্রের খবর। ইতিমধ্যেই রাজ্যের বকেয়া টাকা বেশ খানিকটা ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার একশো দিনের টাকা ছাড়া হবে বলে জানানো হয়েছে। সেটা শুভেন্দু গিয়ে আটকে দিতে বলতে পারেন বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা।

এবার শাহী দরবারে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি থেকে আজ, বৃহস্পতিবার ফিরে আসছেন। আর তারপরই অমিত শাহের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে অমিত শাহের যে বৈঠক ছিল তা বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেহেতু গুজরাট, হিমাচল প্রদেশের নির্বাচনের ফলপ্রকাশ আজকে তাই তিনি ব্যস্ত।

কবে নয়াদিল্লি যাবেন শুভেন্দু?‌ সূত্রের খবর, আগামী সপ্তাহেই নয়াদিল্লি যেতে পারেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা তাঁর। বেশ কিছুদিন ধরেই তিনি বলে আসছেন ডিসেম্বর মাসে সরকার পড়ে যাবে, লেম অ্যান্ড ডাক হয়ে যাবে, বড় ডাকাত ধরা পড়বে। তাহলে কী তেমন কোনও নকশাই চূড়ান্ত রূপ পেতে চলেছে?‌ উঠছে প্রশ্ন। সব ঠিক থাকলে ১৩ ডিসেম্বর নয়াদিল্লিতে অমিত শাহের মুখোমুখি বৈঠকে বসতে পারেন শুভেন্দু।

কেন হঠাৎ এমন বৈঠক?‌ এই বৈঠক পূর্ব পরিকল্পিত নয়। ঝটিকা এই বৈঠক হতে চলেছে। ডিসেম্বর মাসে বড় ডাকাত ধরার পরিকল্পনাই কি করতে যাচ্ছেন শুভেন্দু?‌ এই বৈঠক করার জন্য তিনি সময় চেয়েছেন। অথচ বিধানসভা থেকে শাসক–বিরোধী যৌথ প্রতিনিধিদলে তাঁদের কারা থাকবেন সেটা তিনি ঠিক করে জানাননি। স্বয়ং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ফোন করলেও সময় চেয়ে নেন তিনি। রাজ্যের স্বার্থে তিনি এখনও এগিয়ে আসেননি। কয়েকদিন পর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিতে এই বৈঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আর কী জানা যাচ্ছে?‌ এই সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন শুভেন্দু বলে সূত্রের খবর। ইতিমধ্যেই রাজ্যের বকেয়া টাকা বেশ খানিকটা ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার একশো দিনের টাকা ছাড়া হবে বলে জানানো হয়েছে। সেটা শুভেন্দু গিয়ে আটকে দিতে বলতে পারেন বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এখন দেখার এই বৈঠক কতটা ফলপ্রসূ হয়।

বন্ধ করুন