বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TET 2022: দ্রুত টেটের ফল বার করতে চায় পর্ষদ, সপ্তাহের শুরুতে উত্তরপত্র প্রকাশের সম্ভাবনা

TET 2022: দ্রুত টেটের ফল বার করতে চায় পর্ষদ, সপ্তাহের শুরুতে উত্তরপত্র প্রকাশের সম্ভাবনা

গত রবিবার শেষ হয় টেট পরীক্ষা। (টুইটার)

উত্তরপত্র আপলোডের পর তা নিয়ে পরীক্ষার্থীদের মতামত নেবে পর্ষদ। তার কিছুদিন পর ফল প্রকাশ করতে চায় পর্ষদ। তবে ডিসেম্বরে ফল প্রকাশ করতে পারা যাবে কি না তা নিয়ে এখন নিশ্চিত নয় পর্ষদের আধিকারিকরা।

সপ্তাহের শুরুতেই টেটের উত্তরপত্র প্রকাশ করতে চায় পর্ষদ। ইতিমধ্যেই গত সপ্তাহের শুক্রবার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোডের বিষয়ে আলোচনা করেছেন পর্ষদের আধিকারিকরা। নিউজ ১৮ বাংলা তার এক প্রতিবেদনে দাবি করেছে, ইতিমধ্যেই উত্তরপত্র আপলোডের বিষয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সপ্তাহের শুরু দিকে তা আপলোড করা হতে পারে।

উত্তরপত্র আপলোডের পর তা নিয়ে পরীক্ষার্থীদের মতামত নেবে পর্ষদ। তার কিছুদিন পর ফল প্রকাশ করতে চায় পর্ষদ। তবে ডিসেম্বরে ফল প্রকাশ করতে পারা যাবে কি না তা নিয়ে এখন নিশ্চিত নয় পর্ষদের আধিকারিকরা। সে বিষয়ে আলাপ-আলোচনা চলছে বলে পর্ষদের সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আশ্বাস দিয়েছিলেন তাঁরা দ্রুত ফলপ্রকাশের চেষ্টা করবেন। সেই মতো উদ্যোগও নেওয়া হয়েছে পর্ষদের তরফে। তারই প্রথম ধাপ হিসাবে এই উত্তরপত্র আপলোডের উদ্যোগ। 

টেট পরীক্ষাকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে নানা উদ্যোগ নিয়েছে পর্ষদ। তা নিয়ে যেমন সমালোচনা হয়েছে, তেমনি প্রশংসাও জুটেছে। কলকাতা হাইকোর্ট পর্ষদের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে। অন্য দিকে সূত্রের খবর, পর্ষদের দফতরে মেল ও চিঠি দিয়ে ধন্যাবাদ জানিয়েছেন পরীক্ষার্থীরা। এখন ফল প্রকাশ কত দ্রুত করা যায় তা নিয়েই মাথাব্যথা প্রাথমিক শিক্ষা পর্ষদের। আগামী সপ্তাহে যদি উত্তরপত্র আপলোড হয়, তবে আশা করা যায় তার কয়েক সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে।  

বন্ধ করুন