বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ইডি অফিসে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশ্নপত্র নিয়ে প্রস্তুত অফিসাররা

ইডি অফিসে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশ্নপত্র নিয়ে প্রস্তুত অফিসাররা

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (Hindustan Times)

তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির শুনানি হয়। আর বিচারপতি জানান, ইডি এই বিষয়ে আগেই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পালন করেছে। তাই নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই অভিষেকের। শুনানির সময় গ্রেফতারি নয়। 

আজ, বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্কুলে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সেই তলবে তিনি সাড়া দিলেন। ইডির ডাকে যে তিনি সাড়া দেবেন তা তিনি আগেই বলেছিলেন। সেই কথা তিনি রাখলেন। ইন্ডিয়া জোটের বৈঠকে না গিয়ে ইডি অফিসে হাজিরা দিলেন। কালো গাড়ির কনভয় নিয়ে তিনি প্রবেশ করলেন সিজিও কমপ্লেক্সে।

আজ, বুধবার সকাল ১১টা ১২ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ইডির দফতরের উদ্দেশে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় ঠিক ১১টা ৩৪ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। গোটা অফিসে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। গাড়ি নিয়ে সোজা সিজিও কমপ্লেক্সে ঢুকে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের চারদিকে পুলিশের নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হয়েছে। আজ আদালতে মৌখিক রক্ষাকবচ নিয়ে ইডি দফতরে আসবেন তৃণমূল সাংসদ। ইডি সূত্রে খবর, অভিষেককে মূলত ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থা নিয়ে প্রশ্ন করা হবে। কারণ তিনি নিজেই ওই সংস্থাকে ‘আমার কোম্পানি’ বলে দাবি করেছিলেন। তাই ইডি অফিসাররা তাঁর কাছ থেকে জানতে চান এই সংস্থার কোন বিষয়গুলি তিনি দেখতেন।

এদিকে অভিষেকের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইডি তাঁকে গ্রেফতার করতে পারবে না। এই ব্যাপারে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির শুনানি হয়। আর বিচারপতি জানান, ইডি এই বিষয়ে আগেই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পালন করেছে। তাই নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই অভিষেকের। শুনানির সময় গ্রেফতারি নয়। তবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা যেতে পারে বলে নির্দেশ দেন বিচারপতি।

আরও পড়ুন:‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনও বসল না নতুন সিসি ক্যামেরা, পুরনো দিয়েই কাজ চলছে‌

অন্যদিকে ইডি সূত্রে খবর, ‘লিপ্স অ্যান্ড বাউন্ড’ নথি দিয়ে জানিয়েছে, তাঁদের সংস্থা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত। সুতরাং গোয়েন্দাদের প্রশ্ন থাকতে পারে কবে থেকে জলের ব্যবসা শুরু করেছে এই কোম্পানি? সেই জল কোথায় এবং কাদের কাছে যায়?‌ এই সংস্থা ব্যবসা করে বার্ষিক আয় কত, কোথাও ঋণ রয়েছে কি না, টাকার উৎসই বা কী? এসব প্রশ্ন উঠতে পারে। আজ এই সমস্ত তথ্য়ই অভিষেকের কাছ থেকে জানতে চাইতে পারেন ইডি অফিসাররা। তবে সোমবারই নবান্নে সাংবাদিক বৈঠকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অভিষেককে সারাক্ষণ বিরক্ত করছে। অকারণ হেনস্থা করা হচ্ছে ওকে। কোনও প্রমাণ নেই।’‌

বন্ধ করুন