মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে তাঁকে দেখা যায়নি। এই নিয়ে নানা গুঞ্জন শুরু হয়ে যায়। তাহলে কি দলের অন্দরে বিরোধ লেগেছে? নবীন–প্রবীণ মতপার্থক্য কি তৈরি হয়েছে? এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে বসে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখানে অন্যান্য বিধায়ক–সাংসদরা হাজির হলেও দেখা মেলেনি ডায়মন্ডহারবারের সাংসদের। কোথায় আছেন অভিষেক? এই প্রশ্নের উত্তর জানতে চান অনেকে। এবার তারই মধ্যে সামনে এল নতুন তত্ত্ব। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায় অসুস্থ বলে দাবি করলেন আর এক প্রবীণ সাংসদ সৌগত রায়।
এই নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। ইতিমধ্যেই সৌগত রায় নয়াদিল্লি থেকে ফিরে যোগ দেন ধরনা মঞ্চে। সেখানে প্রবীণ সাংসদ প্রকাশ্যেই দাবি করলেন, শারীরিক অসুস্থতার জেরেই অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন সৌগত রায়। এটা তাঁর নিছকই একটা ধারণা। শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার দাবিতেই ধরনা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনায় উপস্থিত নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক অসুস্থ এই কথা তো মুখ্যমন্ত্রী জানাননি। সৌগত রায় জানলেন কেমন করে? উঠছে প্রশ্ন।
এদিকে সংসদে অধিবেশনের কাজে যোগ দিতে নয়াদিল্লি গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই কলকাতার রেড রোডে এসে ধরনায় যোগ দিতে পারেননি তিনি। কিন্তু আজ, সোমবার কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এসেছে নিশ্চয়ই। আমার জানা নেই। খোঁজ নিয়ে আপনারা দেখুন। আমি তো ওর পিএ নই। আমি জানি না। আমার ধারণা ওর কোনও শারীরিক অসুস্থতা আছে। ওর সঙ্গে কথা হয়নি। তবে আমার মনে হয় চিকিৎসা চলছে।’ এখন প্রশ্ন উঠছে, যেটা তিনি জানেন না সেটা নিয়ে মন্তব্য করলেন কেন?
আরও পড়ুন: লোকসভা নির্বাচনে শিশুদের ব্যবহার করা যাবে না, রাজনৈতিক দলগুলিকে ফরমান নির্বাচন কমিশনের
অন্যদিকে সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে দুটো খবর মিলেছে। এক, চিকিৎসার কাজে নয়াদিল্লিতে রয়েছেন তিনি। তাই তাঁকে দেখতে যাচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দুই, ব্যক্তিগত কোনও জরুরি কাজে ব্যস্ত আছেন। আজ, সোমবার নয়াদিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই কলকাতায় ফিরতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুটোর মধ্যে যদি যে কোনও একটা হয় তাহলে সৌগত রায় ধরি মাছ না ছুঁই পানির মতো আচরণ করলেন কেন? উঠছে প্রশ্ন।