কেন্দ্রীয় বঞ্চনা ও অত্যাচারের প্রতিবাদে আগামী ৬ অগস্ট প্রত্যেক ব্লকে প্রতিবাদ কর্মসূচি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ৫ অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলকাতা হাইকোর্টে এই মর্মে বিজেপি মামলা করলে কর্মসূচিটির উপর স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতি। তাই এবার তৃণমূল কংগ্রেসের বিকল্প কর্মসূচির কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ অগস্ট গোটা রাজ্যে প্রতিবাদ, বিক্ষোভ এবং ধরনা হবে বলেই খবর।
এদিকে আজ, বুধবার নবান্ন থেকে কেন্দ্রের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কয়েকটি ঘোষিত ভাতা দিতে সমস্যায় পড়েছে রাজ্য সরকার। কারণ কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা পাওয়া যাচ্ছে না। মিলছে না ১০০ দিনের কাজের টাকা। তবু জব কার্ড হোল্ডারদের কিছু টাকা দেওয়া হচ্ছে। এবারেও ১১ হাজারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নিজের টাকায় তৈরি করেছে। তাঁর কথায়, ‘২০২৩ –২৪ সালের বাজেটে বাংলা ব্রাত্য। রাজ্যে ঋণের পরিমাণ খুব বেশি নয়। কেন্দ্র বলে না তাদের কত ঋণ আছে। সব রাজ্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছে ,বাংলা কেন পাবে না? ১০০ দিনের কাজে বাংলা পরপর পাঁচবার প্রথম হয়েছে। অথচ ৭ হাজার কোটি টাকা এখনও দিল না কেন্দ্র।’
অন্যদিকে আগামী ৫ অগস্টের পরিবর্তে আগামী ৬ অগস্ট প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি নিয়ে আদালতে মামলা হয়েছিল। তাতে স্থগিত করার সিদ্ধান্ত জানায় কলকাতা হাইকোর্ট। এবার সেই কর্মসূচিকে নতুন করে ৬ অগস্ট রাজনৈতিক কর্মসূচি হিসেবে ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ‘পারফরম্যান্স ভাল হলে তো পুরষ্কার মেলে শুনেছি। কিন্তু এক্ষেত্রে যারে দেখতে নারি তার চলন বাঁকা। তাই ওরা রাজনীতির দৃষ্টিভঙ্গি দিয়ে গরিব লোকের টাকা আটকে দিয়েছে। এই কারণে কেন্দ্রীয় সন্ত্রাস ও সাধারণ মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে, সংখ্যালঘু ও আদিবাসীদের বিরুদ্ধে প্রতিবাদে দাঙ্গাবাজদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ধরনায় বসবে। এটা রাজনৈতিক প্রোগ্রাম, বাংলার প্রত্যেকটা ব্লকে হবে। শহর ও শহরতলির প্রত্যেকটা ওয়ার্ডেও মিটিং মিছিল হবে।’
আরও পড়ুন: রাজ্যে আরও দু’দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দিলেন
আর কী বলেছেন তৃণমূল নেত্রী? ৬ অগস্ট নতুন কর্মসূচির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন। তিনি বলেন, ‘আগের সরকারের ঋণের বোঝা বইতে হচ্ছে। আবাস যোজনার টাকা, রাস্তা তৈরির টাকা কেন্দ্র দেয়নি। আবাস যোজনায় শুধু একা কেন্দ্র টাকা দেয় না, আমরাও দিই। গ্রামীণ রাস্তার প্রাপ্য টাকা দেয়নি কেন্দ্র। ১১ হাজার কিলোমিটার রাস্তা নিজেদের টাকায় তৈরি করেছে রাজ্য সরকার। ব্লক জেলায় জেলায় ভূত খোঁজার জন্য কেন্দ্র একের পর এক টিম পাঠিয়েছে। বিজেপির স্থানীয় নেতাদের আপত্তি তাই গরিব মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাই কেন্দ্রীয় সন্ত্রাস অত্যাচারের প্রতিবাদে ৬ অগস্ট বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি হবে।’