বাংলার মানুষকে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে। এই অভিযোগ বারবার তুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীরা। এমনকী গরিব মানুষের টাকা আটকে রাখার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষজনকে সঙ্গে নিয়ে নয়াদিল্লি গিয়েছিলেন। তবে তাঁদের কথা দিয়েছিলেন দলের পক্ষ থেকে সামান্য ক্ষমতা অনুযায়ী সাহায্য করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই বঞ্চিতদের সাহায্য করতে শুরু করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। এই টাকার উৎস কী? তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ, বুধবার সেই টাকার উৎস জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে কেন্দ্রীয় সরকার যদি দু’মাসের মধ্যে বাংলার মানুষের বকেয়া না মেটায়, তাহলে শ্রমিকদের টাকা ব্যক্তিগতভাবে দেবেন বলে কথা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। কিন্তু এত টাকা কোথায় পেলেন অভিষেক? এই প্রশ্ন তুলে বিজেপি হাওয়া গরম করতে চেয়েছিল। আজ, বুধবার বিধানসভায় সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন সেটা স্পষ্ট হয়ে গেল। আর এটাই লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক হয়ে দাঁড়াল। আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার দলের প্রত্যেক সাংসদ এক লক্ষ করে টাকা দিয়েছেন। সেই টাকা দিয়ে যে তিন হাজার মানুষ গিয়েছিলেন অভিষেকের সঙ্গে তাঁদের বকেয়া টাকা মেটানো হচ্ছে।’
অন্যদিকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার বকেয়া টাকা–সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদী সরকার। এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তাই বাংলার শ্রমিক, কৃষকরা প্রাপ্য বকেয়া পাননি। এই বকেয়ার দাবিতে বঞ্চিতদের নিয়ে নয়াদিল্লি পর্যন্ত গিয়ে আন্দোলন করে তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অক্টোবর মাসে দু’দিন ধরে নয়াদিল্লিতে কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। এদের আর্থিক সাহায্য করেন অভিষেক। আর এই বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘এমন বিরোধী দল, যারা বলে আসছে টাকা দেবে না। গরিব মানুষ কি কিছুই পাবে না?’
আরও পড়ুন: এবার অমিত শাহকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
এছাড়া গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না মেটালে দলের তহবিল থেকেই তাঁদের আর্থিক সাহায্য দেবেন। সেই কথা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার তিন হাজার বঞ্চিতের কাছে পৌঁছে গিয়েছে অভিষেকের চিঠি এবং আর্থিক সাহায্য। এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘নগদ ২০ হাজার টাকার বেশি দেওয়ার নিয়ম নেই। আর উনি যে টাকা দিয়েছেন সেটি নিশ্চয়ই মার্চ মাসে আয়কর রিটার্নে দেখাবেন। না হলে তা দেখার জন্য দুটি সংস্থা দেশে আছে।’ আর এই টাকার সঙ্গে চিঠি দিয়ে অভিষেক লিখেছেন, ‘প্রতিশ্রুতি মতো আর্থিক সাহায্য পাঠালাম। সপরিবার ভাল থাকুন। লড়াইয়ে থাকুন। মা–মাটি–মানুষের আন্দোলনে থাকুন। বকেয়া আদায়ের এই অধিকারের লড়াই চলতে থাকবে। কেন্দ্রের বিরুদ্ধে এই লড়াই আমরা জিতবই।’