বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কেন্দ্রীয় দলের রিপোর্টে কী আছে যে ‘টাকা আটকে রাখা হচ্ছে’? জানতে চাইল রাজ্য

কেন্দ্রীয় দলের রিপোর্টে কী আছে যে ‘টাকা আটকে রাখা হচ্ছে’? জানতে চাইল রাজ্য

নবান্ন ।

আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই বকেয়া বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় কেন্দ্রের উপর চাপ বাড়াতে চাইছে রাজ্য। 

একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার কোটি-কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে বারবার অভিযোগ করেছে রাজ্য। গত কয়েক মাস ধরে সেই বকেয়া টাকা আদায়ের জন্য দাবি জোরদার করছে শাসক দল। এদিকে, কেন্দ্রীয় দল বেশ কয়েকবার ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার প্রকল্প খতিয়ে দেখে গিয়েছে। রাজ্যের দাবি, সবকিছু ঠিকঠাকই ছিল। তা সত্ত্বেও কেন টাকা আটকে রয়েছে? তা জানতে চাইছে রাজ্য সরকার। তার জন্য এবার কেন্দ্রীয় দলের অনুসন্ধানের রিপোর্টে কী উল্লেখ করা হয়েছে, জানতে চাইছে সরকার। সেজন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানাল রাজ্য সরকার।

আরও পড়ুন: কাজ করেও যারা ১০০ দিনের টাকা পায়নি, দিল্লিতে তাদের নাম পাঠাবে বঙ্গ বিজেপি

আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় কেন্দ্রের উপর চাপ বাড়াতে চাইছে রাজ্য। সরকারিভাবে জানানো হয়েছে, বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে বকেয়া আদায়ের জন্য বৈঠক করবেন। প্রসঙ্গত, আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের প্রকল্পে দীর্ঘদিন ধরে বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। সেই টাকার দাবিতে আন্দোলনে করেছে শাসক দল। পাশাপাশি একাধিবার চিঠিও দিয়েছে। কিন্তু তাতেও কোন সমাধান সূত্র বেরিয়ে আসেনি। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়ে অনুসন্ধানের রিপোর্ট জানতে চেয়েছে রাজ্য সরকার। সম্প্রতি দুটি প্রকল্প খতিয়ে দেখেছে কেন্দ্রের সাতটি দল। ১৫ ডিসেম্বরের মধ্যেই তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা আছে মন্ত্রকের কাছে। ফলে রাজ্য চাইছে রিপোর্ট জমা করার সঙ্গে সঙ্গে যাতে তারাও সেটি জানতে পারে। নবান্নের দাবি, এর আগে এই দুই প্রকল্প নিয়ে কেন্দ্রের তরফে  যা পরামর্শ দেওয়া হয়েছে বা সংশোধন করতে বলা হয়েছিল, তা সবই করা হয়েছে। অথচ বহুবার কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরে গিয়ে রিপোর্ট দিলেও এখনও বরাদ্দ পায়নি রাজ্য। ফলে কোন যুক্তিতে বরাদ্দ বন্ধ রাখা হয়েছে তা বোঝা সম্ভব হচ্ছে না। সেই কারণে তা জানতে চেয়েছে রাজ্য সরকার।

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, এর আগে কেন্দ্রীয় দল ঘুরে যাওয়ার ছয় মাস পর রাজ্যের কাছে রিপোর্ট পাঠিয়েছিল কেন্দ্র। তাই এবার যাতে সেরকম দেরি না হয়, তার জন্য সঙ্গে-সঙ্গে রিপোর্ট পাঠিয়ে দেওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ করা হয়েছে। তাঁর মতে, দেরি হলে সে ক্ষেত্রে গরিব উপভোক্তারা সমস্যায় পড়বেন। যদিও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এবার বড় মাপের কিছু গাফিলতি ধরা পড়েনি। আসন্ন বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে সে বিষয়ে অনুরোধ জানাতে পারেন মুখ্যমন্ত্রী।

বাংলার মুখ খবর

Latest News

সবটাই মিথ্যে, প্রশান্ত ভার্মার ছবি থেকেই মোটে সরে দাঁড়াননি রণবীর! ব্যাপারটা কী? রাজকুমারের সঙ্গে বারাণসীতে গঙ্গা আরতি জাহ্নবীর! ফ্রেমবন্দি সেই বিশেষ মুহূর্ত রাসেলের দুরন্ত রান-আউট, মাথা নীচু করে সিঁড়িতে বসে রাহুল, 'কেউ হাগ কর', বলল সকলে আগুনে মেজাজে স্টার্ক,পঞ্চম ওভারে পরপর ২ উইকেট সহ পাওয়ার প্লে-তেই নিলেন ৩- ভিডিয়ো মঙ্গলের কৃপায় ভরবে পকেট, আসবে মান-যশ, অফিসে হবে প্রশংসা! মেষ সহ লাকি কারা? বিয়ের পর শ্রীময়ীর প্রথম মঙ্গলচণ্ডীর ব্রত, সঙ্গে নেই কাঞ্চন!কাকে নিয়ে পুজো দিলেন ৩ মিনিটে ৬ হাজার ফুট নিচে নেমে যায় বিমান!লন্ডন-সিঙ্গাপুর প্লেনের ভিতরে কী ঘটছিল? বহু প্রতীক্ষিত ‘ওয়েলকাম-৩’ থেকে সরলেন সঞ্জয়! কিন্তু কেন? ৩ খানের সঙ্গেই করেছেন স্ক্রিন শেয়ার, জানেন বলিউডের সেই ভাগ্যবতী সুন্দরী কারা ৮২.৬২% পেয়ে ফার্স্ট আরামবাগ, লাস্ট হাওড়া- পঞ্চম দফায় বাংলার ৭ আসনে কত ভোট পড়ল?

Latest IPL News

রাসেলের দুরন্ত রান-আউট, মাথা নীচু করে সিঁড়িতে বসে রাহুল, 'কেউ হাগ কর', বলল সকলে আগুনে মেজাজে স্টার্ক,পঞ্চম ওভারে পরপর ২ উইকেট সহ পাওয়ার প্লে-তেই নিলেন ৩- ভিডিয়ো হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে- MI-এর ব্যর্থতা নিয়ে দাবি হরভজনের দ্বিতীয় বলেই হেডের স্টাম্প গুঁড়িয়ে দিলেন স্টার্ক, DRS নিলে পেতেন আরও ১টি উইকেট IPL থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণার মাঝেই,রাঁচিতে বাইকে ঘুরে বেড়াতে দেখা গেল ধোনিকে IPL 2024: KKR আত্মবিশ্বাসী,কিন্তু আত্মতুষ্ট নয়- SRH-কে সতর্ক করলেন পাক কিংবদন্তি ক্রিকেট নিয়ে ৭০ সেকেন্ডও আমাদের কথা হয়নি- শাহরুখকে সেরা মালিকের তকমা গম্ভীরের কোয়ালিফায়ারের আগে KKR-কে উদ্দীপ্ত করলেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেন- ভিডিয়ো কোন বিষয়টি চিন্তায় রাখছে KKR-কে? কোথায় এগিয়ে হায়দরাবাদ? কী হবে দুই দলের একাদশ? ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই বদলে দিয়েছে কেরিয়ার, HT বাংলায় Exclusive অভিষেক পোড়েল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.