সারাদেশে শিশু নিখোঁজের নিরিখে রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংসদে একটি রিপোর্ট পেশ করা হয়। তাতে এমনই উদ্বেগ জনক তথ্য জানা গিয়েছে। যদিও নিখোঁজ শিশু উদ্ধারের ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে রয়েছে পশ্চিমবাংলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত নিখোঁজ হওয়া শিশুর মধ্যে ৯৬.৪ শতাংশ শিশু উদ্ধার হয়েছে বাংলায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে সেটি ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে। পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে সারা দেশে মোট নিখোঁজ শিশুর সংখ্যা ছিল ২ লক্ষ ১০ হাজার ৬৮২ জন। যার মধ্যে বাংলায় নিখোঁজ শিশু সংখ্যা ছিল ২৬,৪৫৯ জন। পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে ২৫,৫০৮ জন শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সারা দেশের নিরিখে এই উদ্ধারের পরিমাণ হল ১২ শতাংশ। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে বাংলা থেকে ৮,৯৫২ জন শিশু নিখোঁজ হয়েছিল। তাদের মধ্যে সেই বছর ৮৫২৬ জনের সন্ধান পাওয়া গিয়েছিল। অর্থাৎ শিশু উদ্ধারের হার ছিল ৯৫ শতাংশের বেশি। শিশু নিখোঁজের নিরিখে শীর্ষে রয়েছে মধ্য প্রদেশ। ২০১৯ সালে ১১,০২২ জন শিশু নিখোঁজ হয়েছিল মধ্যপ্রদেশ থেকে। যার মধ্যে উদ্ধার হয়েছিল ১০২৫৬ জন।
২০২০ সালে কোভিডের প্রথম বছরে বাংলা থেকে ৭,৬৪৮ জন শিশু নিখোঁজ হয়েছিল। উদ্ধার হয়েছিল ৭,৯৩৭ জন শিশু। এরমধ্যে কিছু শিশু আগের বছরে নিখোঁজ হয়েছিল। বাংলায় শিশু নিখোঁজ সংখ্যা সবচেয়ে বেশি ছিল ২০২১ সালে। ওই বছর নিখোঁজ শিশুর সংখ্যা ছিল ৯,৯৯৬ জন। এর মধ্যে উদ্ধার হয়েছে ৯০৪৫ জন। ৯৫১ জন শিশুর সন্ধান পাওয়া যায়নি। ওই বছর শিশু উদ্ধারের হার ৯০ শতাংশ।
মধ্যপ্রদেশে ২০২১ সালে, ১১,৬০৭ জন শিশু নিখোঁজ হয়েছিল এবং ১২৪৮৬ জনকে খুঁজে পাওয়া গিয়েছিল। যার মধ্যে কিছু শিশু আগের বছর গুলিতে নিখোঁজ হয়েছে অনেক শিশুকে পাচার করা হচ্ছিল। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে মধ্য প্রদেশে পাচারের ১২০ টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। তার মধ্যে ৯৪ জনকে উদ্ধার করা হয়েছিল। ২০২০ সালে ৭১টি শিশু পাচারের ঘটনা ঘটেছিল। ২০২২ সালে, রাজ্যে ৮৪ জন নাবালক পাচার হয়েছে। শিশু পাচারের নিরিখে বাংলা ৬ তম স্থানে রয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup